এখন পড়ছেন
হোম > রাজ্য > ভগবতের মুখে মোদীর নিন্দা, দূরত্ত্ব বাড়ছে বিজেপি-আরএসএসের?

ভগবতের মুখে মোদীর নিন্দা, দূরত্ত্ব বাড়ছে বিজেপি-আরএসএসের?


রবিবার পুণেতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে অংশ গ্রহণ করলেন আরএসএস-এর সংঘপ্রধান মোহন ভাগবত। সেখানে তাঁর বক্তব্যে তিনি গত ফেব্রুয়ারি মাসে সংসদে প্রধানমন্ত্রীর ‘কংগ্রেস-মুক্ত ভারত’ স্লোগানের কঠোর সমালোচনা করলেন তিনি। মোহন ভাগবত এদিন বললেন,”এটা রাজনীতির ভাষা। ‘মুক্ত’ শব্দটি রাজনীতির। সঙ্ঘ এই ধরনের ভাষায় কথা বলে না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দেশের উন্নয়নের জন্য সকলকে এক সঙ্গে নিয়ে চলতে হবে আমাদের। জাতি গঠনের কাজে তাঁদেরও নিয়ে আসতে হবে যাঁরা আমাদের বিরোধী।” এই ধরণের নেতীবাচক কথাবার্তা মানুষদের সম্পর্কে তিনি বললেন,”এই ধরনের মানুষ জাতি-গঠনের কাজের জন্য একেবারেই উপযুক্ত নন।যে নিজেকে বিশ্বাস করে, নিজের পরিবার ও দেশকে বিশ্বাস করে, সে-ই জাতি গঠনের প্রক্রিয়ায় যুক্ত হতে পারে।” উল্লেখ্য গত ফেব্রুয়ারি মাসে সংসদে প্রধানমন্ত্রী , গাঁধীজির স্বপ্নের ‘কংগ্রেস-মুক্ত ভারত’ গড়ার কথা বলেন। পাশাপাশি প্রধানমন্ত্রী এও বলেন কংগ্রেস দিল্লীর শাসনকার্যের দায়িত্বে যখন ছিলেন তখন দেশের উন্নয়নের বদলে নিজেদের পরিবার অর্থাৎ গান্ধী পরিবারেরই নানা ক্ষেত্রে উন্নতি করেছেন।তাই আর এস এস -প্রধানের বক্তব্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে তবে কি মোদিতে খুশি নন ভাগবত, বাড়ছে কি দূরত্ত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!