এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “রাজতন্ত্রের সূচনা হলো, মুখ্যসচিবের কাছে জানতে চাইব” বড় দাবি শুভেন্দুর!

“রাজতন্ত্রের সূচনা হলো, মুখ্যসচিবের কাছে জানতে চাইব” বড় দাবি শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের পরিবার তন্ত্র নিয়ে সোচ্চার হতে দেখা যায় ভারতীয় জনতা পার্টিকে। তবে এবার শুধুমাত্র একজন সাংসদ হয়ে যেভাবে দক্ষিণ 24 পরগনা জেলায় প্রশাসনিক বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। আর এবার সেই বিষয়টি তুলে ধরেই রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি মুখ্য সচিবের কাছে এই বিষয়টি নিয়ে জানতে চাইলেন তিনি। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

সূত্রের খবর, এদিন দলীয় একটি কর্মসূচিতে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, “আজকে শুধুমাত্র একজন সাংসদ যেভাবে প্রশাসনিক বৈঠক করেছেন এবং সেই এলাকার ডিএম তার ব্যবস্থাপনা করেছেন, তাতে এটাই পরিষ্কার হলো যে, পশ্চিমবঙ্গে 2023 সালে রাজতন্ত্রের সূচনা হয়ে গেল। আর আমি এই বিষয়ে মুখ্য সচিবের কাছে জানতে চাইবো যে, এই ব্যবস্থা শুধুমাত্র কি একজন সাংসদের জন্য, নাকি বাকি 41 জনের জন্যও একই নিয়ম পালন করা হবে!” অর্থ্যাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক নিয়ে রাজ্য সরকারকেও চাপের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!