এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কাজ করবে না তৃণমূলের ‘অপপ্রচার’? ‘মেঘনাদ’ হয়েই ঘাসফুল ‘বধ’ করবেন মুকুল? জল্পনা বিজেপিতে

কাজ করবে না তৃণমূলের ‘অপপ্রচার’? ‘মেঘনাদ’ হয়েই ঘাসফুল ‘বধ’ করবেন মুকুল? জল্পনা বিজেপিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বাংলার রাজনৈতিক মহল সরগরম হয়ে রয়েছে মুকুল-দিলীপ দ্বন্দ্বের কারণে। কিছুদিন আগেই বিজেপির পক্ষ থেকে দিল্লিতে কেন্দ্রীয় শিবিরের সঙ্গে রাজ্যের হেভিওয়েট বিজেপি নেতাদের বৈঠক ছিল। সেই বৈঠকে তাল কাটে মুকুল রায় একদিনের মধ্যে কলকাতা ফিরে আসায়। জল্পনা শুরু হয়, তাহলে কি মুকুল এবার ফিরে আসতে চলেছে তৃণমূল শিবিরে? যদিও মুকুল নিজেই একথা এক বাক্যে উড়িয়ে দিয়েছেন সাংবাদিক বৈঠকে। তিনি জানিয়ে দিয়েছেন, বিজেপিতে তিনি আছেন এবং থাকবেন।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ নিজেও মুকুল রায়কে নিয়ে নিশ্চিত জবাব দিয়েছেন দিল্লী থেকে ফিরে এসেই। মনে করা হচ্ছে, গেরুয়া শিবির থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইতে মুকুল অস্ত্রেই বধ করা হবে তৃণমূলকে। অন্যদিকে দেখা যাচ্ছে, মুকুল মুখে যাই বলুন না কেন, তাঁর সঙ্গে কিন্তু ক্রমশ দূরত্ব বাড়ছে গেরুয়া শিবিরের। বেশ কিছুদিন যাবৎ বঙ্গ বিজেপির কোনো কর্মসূচিতেই তিনি আর থাকছেন না। এমনকি হঠাৎ করেই সিদ্ধান্ত নেন বিজেপির সদর অফিসে না যাবার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সব মিলিয়ে জল্পনার জাল ক্রমশ ঘনীভূত হচ্ছিল মুকুলের বিজেপি ছাড়ার। কিন্তু দিল্লী থেকে ফিরে এসে সমস্ত জল্পনা তিনি নিজেই উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্বও তাঁকে নিয়ে যথেষ্ট নিশ্চিন্ত বলে জানা যাচ্ছে। অন্যদিকে রাজনৈতিক মহলে এরকম প্রশ্নও উঠছে, মুকুল রায় এখন যে অবস্থায় আছেন সেখান থেকে তৃণমূল শিবিরে কিভাবে সম্মান খুইয়ে ফিরবেন? বিজেপিতে শুধু পদ না পাওয়ার ক্ষোভ থেকে তিনি কি দল ছাড়তে পারবেন! মুকুল অবশ্য বরাবরই বঙ্গ বিজেপির থেকে বেশি সক্রিয় জাতীয় বিজেপি শিবিরে। নিজেকে তিনি কেন্দ্রীয় নেতা হিসেবেও সব সময় মানেন।

প্রথম থেকেই মুকুলের লক্ষ্য, বাংলার বুকে তৃণমূলের পতন। আর সেই লক্ষ্যেই কোন শর্ত ছাড়াই মুকুল এগিয়ে যাবেন সে ব্যাপারে নিশ্চিত কেন্দ্রীয় বিজেপি শিবির। অন্যদিকে বিজেপির অন্দরে মুকুলের তৃণমূলে ফেরার জল্পনা নিয়ে দাবি করা হয়েছে, ইচ্ছাকৃতভাবেই তৃণমূল শিবির থেকে এধরনের জল্পনা তৈরি করা হচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপি শিবিরে ভাঙ্গন ধরানোই তৃণমূলের উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যেই তৃণমূলের অপপ্রচার পিকের নির্দেশে। বিশেষজ্ঞদের মতে, মুকুল দিলীপ দ্বৈরথ কিন্তু এখনও বর্তমান রাজ্য বিজেপি শিবিরে। তাই কোন সম্ভাবনার কথাই উড়িয়ে দেওয়া যায়না। তবে গেরুয়া শিবিরের দাবি, 2021 এ মুকুল-দিলীপের হাত ধরেই বাংলার মসনদ দখল করতে চলেছে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!