কুচবিহারে তৃণমূল ছাত্রনেতা খুনে নতুন মোড় – জেনে নিন বিস্তারিত উত্তরবঙ্গ রাজ্য August 18, 2018 গত ১৩ ই জুলাই কোচবিহার কলেজের ছাত্র এবং তৃনমূল ছাত্র পরিষদ নেতা মাজিদ আনসারিকে গুলি করে খুনের ঘটনায় দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। যা নিয়ে শাসকদলের অন্দরেই সৃষ্টি হয় তীব্র বাদানুবাদ। এদিকে মাজিদের মৃত্যুর পরই এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে শুরু হয় বিক্ষোভ আন্দোলনও। সূত্রের খবর, এবার এই তৃনমূল ছাত্রনেতা খুনে আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গেছে, এই ঘটনায় অন্যতম অভিযুক্ত সুরজ হোসেনের কোচবিহার শহরের ১৫ নং ওয়ার্ডের মসজিদ পাড়ায়। সম্প্রতি এই সুরজ হোসেন ফেসবুকে কখনও ‘বেতাজ বাদশা’ তো আবার কখনও ‘স্পিড বয়’ নামেই নিজের পরিচয় দিত। ২০১৪-১৫ সালে কোচবিহার কলেজ ইউনিটের নেতা হলেও এই মাজিদ আনসারির মৃত্যুর পর থেকেই তাঁর আর কোনোরূপ হদিশ পাওয়া যাচ্ছিল না এতদিন। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে এদিকে ফেসবুকের সূত্র ধরেই এদিন আত্মীয় বাড়িতে গা ঢাকা দিয়ে থাকা সুরজ হোসেনকে ভারত বাংলাদেশ সীমান্তের শীতলকুচী নামক একটি গ্রাম থেকে পাকরাও করে পুলিশ বলে জানা গেছে। বুধবার তাঁকে গ্রেপ্তার করে এদিন আদালতে তুললে ধৃতের সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিকে এখনও পর্যন্ত এই মাজিদ আনসারি খুনে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ প্রসঙ্গে রাজ্য তৃনমূল ছাত্র পরিষদের সহ সভাপতি রাহুল রায় বলেন, “আমরা চাই কলেজগুলিতে শান্তি বজায় থাক। তাইতো মাজিদ খুনে প্রত্যেককে গ্রেপ্তার করতেই হবে”। অন্যদিকে এই প্রসঙ্গে কোচবিহার জেলা পুলিশ সুপার ভোলানাথ পান্ডে বলেন, “মাজিদ খুনে অন্যতম সুরজ হোসেনকে আটক করে আদালতেল হাতে তুলে দেওয়া হয়েছে। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে”। সব মিলিয়ে প্রথমে জেলা তৃনমূল সদস্য মুন্না খান ও জমিরুল হক আর এবার সেই তৃনমূলেরই সুরজ হোসেনকে তৃনমূল ছাত্র পরিষদ নেতা মাজিদ আনসারি খুনে গ্রেপ্তার করল পুলিশ। ফলে সবমিলিয়ে উত্তরবঙ্গের ছাত্র-রাজনীতিতে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া প্রকট হতেই লোকসভা নির্বাচনের আগে তীব্র অস্বস্তিতে শাসকদল। আপনার মতামত জানান -