এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ক্ষমতায় এলে বাংলা নিয়ে বিজেপির বড়সড় পরিকল্পনা ফাঁস করলেন দিলীপ ঘোষ

ক্ষমতায় এলে বাংলা নিয়ে বিজেপির বড়সড় পরিকল্পনা ফাঁস করলেন দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনে এগিয়ে আসছে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন। যে নির্বাচনকে পাখির চোখে দেখছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আজ সোমবার সকালে বারাসতে বিজেপির এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে তৃণমূল সরকারের নামে একাধিক অভিযোগ আনলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন যে, বাংলাকে গুজরাট বানানোর চেষ্টা চলছে, এমন অভিযোগ বিজেপির বিরুদ্দে বারবার করে থাকেন মুখ্যমন্ত্রী। কিন্তু, বিজেপি যদি ক্ষমতায় আসে, তবে সেটাই করবে বিজেপি। আর সে কাজটি করলে রাজ্যের মানুষকে আর গুজরাট গিয়ে কাজ করতে হবেনা। তিনি দাবি করেছেন যে, বিজেপি ক্ষমতায় এলে বাংলার মানুষ বাংলায় থেকেই কাজ করতে পারবেন।

প্রসঙ্গত রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান বিষয়ে সিঙ্গুরের জমি আন্দোলন একটি বিরাট ভূমিকা পালন করেছিল। সিঙ্গুরে টাটারা গাড়ির কারখানা করতে গেলে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুর আন্দোলনের ফলে বাম সরকারের পতন ঘটেছিল, তৃণমূল সরকারের ক্ষমতা লাভের পথ তৈরি হয়েছিল। বিজেপির রাজ্য সভাপতি জানালেন যে, এই ঘটনা বাংলার মানুষের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হয়েছে। এ প্রসঙ্গে তিনি জানান যে, টাটাদের সেদিন বাংলা থেকে তাড়িয়ে দেয়া হয়েছিল। তাদের জমি দিয়েছিল গুজরাট সরকার। আজ গুজরাটে তাদের তৈরী কারখানায় মানুষ কাজ করছেন। বাংলা যদি গুজরাট হয়, তবে বাংলার মানুষকে গুজরাটে গিয়ে কাজ করতে হবে না। এভাবে বিজেপি ক্ষমতায় এলে শিল্পায়নের আশ্বাস দিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত সিঙ্গুরের জমি আন্দোলন আন্দোলনের জেরে তৃণমূলের ভিত মজবুত হয়েছিল, নড়বড়ে হয়ে পরে বাম শাসন। মুখ্যমন্ত্রী সিঙ্গুরে টাটার কারখানার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন করেছিলেন, দীর্ঘসময়ের অনশন করেছিলেন। তারপর এই রাজ্যের তৃণমূলের ক্ষমতায় সম্ভাবনা তৈরি হয়। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন হয়ে গেলেও, সিঙ্গুরে কোন নতুন করে কারখানা গড়ে উঠতে পারেনি। সেই পরিপ্রেক্ষিতে রাজ্যজুড়ে শিল্প স্থাপনের জন্য বিজেপি রাজ্যসভাপতির আশ্বাস যথেষ্ট তাৎপর্যবাহী বলে অনেকের ধারণা।

অন্যদিকে সম্প্রতি তৃণমূলে বাড়ছে বিক্ষুব্ধ বিধায়কের সংখ্যা। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, তৃণমূলে থেকে যারা কাজ করতে পারছেন না, তাঁরা চলে আসুন বিজেপিতে। সম্প্রতি শুভেন্দু অধিকারীকে নিয়ে যথেষ্ট চাপে রয়েছে শাসকদল তৃণমূল। দলে থেকেও, দলের প্রতি বিমুখ হয়ে আছেন তিনি। এদিকে তৃণমূলের পক্ষ থেকে একাধিকবার তাঁকে কঠোর বার্তা দেয়া হয়েছে। দলের শৃঙ্খলা বজায় রাখার হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাঁকে। তবে, তিনি আগামী দিনে কি করতে চলেছেন? তা তিনি ধোঁয়াশার মধ্যেই রেখে দিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!