এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নতুন করে তৃণমূলের যুব ও মাদারের মধ্যে শুরু তীব্র অশান্তি, লড়াই? বিধানসভার আগে উড়ছে ঘুম?

নতুন করে তৃণমূলের যুব ও মাদারের মধ্যে শুরু তীব্র অশান্তি, লড়াই? বিধানসভার আগে উড়ছে ঘুম?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা ভোটের আর বেশি দেরি নেই। তাই যেকোনো রাজনৈতিক দলের কাছেই তাই এই সময়টা প্রচার চালানোর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে এরইমধ্যে তৃণমূলের যুব ও মাজারের সদস্যদের মধ্যে তীব্র অশান্তিতে বিধানসভা ভোটের আগে দলের ভাবমূর্তি নিয়ে তাই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন অনেকে।

কারণ তৃণমূলের দলের এই গোষ্ঠী কোন্দলের এই ঘটনায় সামগ্রিক ভাবে তৃণমূল তথা শাসকদলের যে ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, সে কথাই মনে করছেন অনেকে। এদিন তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে ক্যানিংয়ের মধুখালীর বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়েছে বলে জানা যায়। এই বিষয়ে যুব তৃণমূলের তরফে অভিযোগ করা হয় যে পশ্চিম মধুখালী গ্রামে তাদের একটি কর্মী বৈঠক ছিল।

আর সেই বৈঠক থেকে বাড়ি ফেরার পথে এলাকার তৃণমূল নেতা অঞ্চল সভাপতি খতিব সরদারের নেতৃত্বে হামলা চালানো হয়। এ প্রসঙ্গে যুব তৃণমূল নেতা ইন্দ্রজিৎ সর্দার বলেন, বারবারই এই এলাকায় যুব তৃণমূল কর্মীদের ওপর হামলা হয়েছে। কাল সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে খতিব সরদার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর কথায়, বস্তুত বহিরাগতরা মধুখালী বাজারে ঝামেলা করছিল। এলাকার মানুষ তা নিয়ে প্রতিবাদ করতে যাওয়ায় ঝামেলা সৃষ্টি হয়। বস্তুত যুব তৃণমূলের নাম করে বিজেপি এবং আরএসএস যে এই সমস্ত কাজ করে চলেছে সে কথাই জানিয়েছেন তিনি।

অন্যদিকে বিজেপি নেতা পবিত্র সাঁপুই এদিন বলেন, তৃনমুল নিজেদের দলে ঝামেলা এড়াতে সমস্ত দোষ বিজেপিকে দিচ্ছে। তবে এর সঙ্গে বিজেপি কোনোভাবেই জড়িত নয়। এই সম্পূর্ণ ঘটনায় তৃণমূলের এলাকা দলের লড়াই রয়েছে বলেই জানিয়েছেন তিনি।

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কো-অর্ডিনেটর বলেন, এই ঝামেলার কথা শুনলেও এই ঝামেলার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই বলে জানিয়েছেন তিনি। তবে এই ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে পুলিশ সেই মতো ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে, বুধবারের এই ঘটনায় দুপক্ষের বেশকিছু জন জখম হয়েছেন বলে জানা গেছে।

তাদের উদ্ধার করে আপাতত ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরবর্তীকালে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় বলে জানা যায়। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে আপাতত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!