এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বাংলায় ক্রমশ শক্তি বাড়াচ্ছে আব্বাস সিদ্দিকীর সংগঠন! বিধানসভার আগে রীতিমত চাপে তৃণমূল?

বাংলায় ক্রমশ শক্তি বাড়াচ্ছে আব্বাস সিদ্দিকীর সংগঠন! বিধানসভার আগে রীতিমত চাপে তৃণমূল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী তৃণমূলের বিরুদ্ধে কার্যত বিরোধ ঘোষণা করেছিলেন সভার মঞ্চ থেকে। সেখানে নিজেদের দল গড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বর্তমান দলের শাসকদের বিরুদ্ধে। তবে বাংলায় যে ক্রমশ আব্বাস সিদ্দিকীর সংগঠন আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে, সেই কথা জানা গেছে সাম্প্রতিক ঘটনায়।

সম্প্রতি আব্বাস সিদ্দিকীর জনসভাকে কেন্দ্র করে ভাঙর এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে বলে জানা গেছে। তৃণমূল এবং আব্বাস সিদ্দিকীর অনুগামীদের মধ্যে আহলে সুন্নাতুল জামাতের কর্মীদের মধ্যে মারামারির ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছে বলেও জানা গেছে। গতকাল ঘটনাটি ঘটেছে ভাঙ্গড়ের ঘটকপুকুর ও নলমুড়ি এলাকাতে।

এই পরিস্থিতিতে দফায় দফায় বাসন্তী হাইওয়ে অবরোধ করা হয়েছে বলেও জানা গেছে। বস্তুত আসন্ন বিধানসভা ভোটে কিছু আসনে প্রার্থী দেওয়ার কাজ শুরু করেছেন আব্বাস সিদ্দিকী। বুধবার তাই চাঁদপুরে এই সূত্রে জনসভা করেছিলেন আব্বাস সিদ্দিকী।

আর এই সভাতেই আসার পথে তাঁর অনুগামীদের উপরে তৃণমূল মারধর করে এবং তাঁদের হুমকি দেয় বলে অভিযোগ ওঠে। বস্তুত এরপর জনসভা থেকে ফেরার পথে আব্বাস সিদ্দিকীর অনুগামীরা হরিহরপুর তৃনমূলের সভাপতি জয়নাল বৈদ্যের ওপর চড়াও হন বলেও জানা যায়। তাঁকে গালিগালাজ করা থেকে শুরু করে মারধরের অভিযোগ ওঠে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল সকালে এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় তৃণমূলের শিবিরে। হরিহরপুর এলাকার আহলে সুন্নাতুল জামাতের কর্মীদের ওপর তৃণমূলের কর্মীরা এরপর চড়াও হন। তাদের বাড়িঘর ভাঙচুর করা হয় বলেও জানা যায়। এই ঘটনায় একাধিক মানুষের জখম হওয়ার খবর পাওয়া গেছে।

এই ঘটনার প্রতিবাদে গতকাল সকাল এগারোটা থেকে প্রায় তিন ঘন্টা বাসন্তী হাইওয়ে দফায় দফায় অবরোধ করেন জামাতের কর্মীরা। এরপর পুলিশ গিয়ে সেই অবরোধ তোলে। ভাঙ্গরের জামাতের এক সভাপতির কথায়, আব্বাস সিদ্দিকীর জনসভায় মানুষের ভিড় দেখে তৃণমূল আতঙ্কিত হয়ে পড়েছে। তাই তারা জনসভায় আসতে বাধা দিচ্ছে।

আর এই কারণেই জামাতের কর্মীদের মারধর, তাদের বাড়ি ভাঙচুর করে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে তৃণমূল প্রশাসন, এমনই অভিযোগ করেছেন তিনি। তবে এই কথার সম্পূর্ণ অস্বীকার করে ভাঙ্গড়ের ১ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, এ ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। তবে এরই মধ্যে এলাকার সভাপতিকে মারধর করায় এলাকায় অশান্তির সৃষ্টি হয়েছে এবং সেই সুযোগে রাজ্জাক সরদার খুনের সঙ্গে জড়িত মানুষজন এলাকায় প্রবেশ করতে চাইছে বলেও জানিয়েছেন তিনি।

তবে পুলিশ এই ঘটনার সুষ্ঠু ব্যবস্থা করবে বলেও আশা রেখেছেন তিনি। বস্তুত এই ঘটনার পরে কয়েক জনকে পুলিশ গ্রেফতার করেছে বলেও জানা গেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে পুন তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে পুলিশ সূত্রে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!