এখন পড়ছেন
হোম > অন্যান্য > আমেরিকার নতুন প্রেসিডেন্টকে নিয়ে টুইট করে ফের বিতর্কে কঙ্গনা।

আমেরিকার নতুন প্রেসিডেন্টকে নিয়ে টুইট করে ফের বিতর্কে কঙ্গনা।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- সেলিব্রেটিদের কাছে মিডিয়ার লাইমলাইটে কি করে থাকা যায়, তার অনেক বাহানায় থাকে বলেই মনে করেছেন বিশ্লেষকরা। সেদিক থেকে দেখতে গেলে বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত সেক্ষেত্রে বিশেষ পারদর্শী সেকথা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছেন অনেকেই। কিছুদিন আগে সুশান্ত সিং রাজপুত মামলায় সোশ্যাল মিডিয়ায় তিনি বিতর্কিত বিষয় হয়ে উঠেছিলেন।

এমনকি বলিউডের সঙ্গে একাই যুদ্ধ ঘোষণা করার পর মহারাষ্ট্রের প্রশাসনের বিরুদ্ধেও তাঁকে যুদ্ধে নামতে দেখা গেছে। তবে এবার তিনি দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও পা রেখেছেন বলে জানা যায়। বস্তুত আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আমির খানের অভিনীত সিনেমা গজনির তুলনা করে তিনি আবারও সমালোচনার মুখে চলে এসেছেন।

সম্প্রতি আমেরিকার ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঘোষিত হয়েছে জো বিডেনের নাম। চারদিনের টানটান উত্তেজনার শেষে ডেমোক্র্যাট প্রার্থী জয়লাভ করেছেন। সেইসঙ্গে দখল করে নিয়েছেন হোয়াইট হাউসের ঠিকানাও। তবে এই পথ খুব একটা মসৃণ ছিল না বলেই দেখা যায়। আইনি লড়াই, ট্রাম্পের হুমকি, রিপাবলিকানদের বিক্ষোভ সমস্ত কিছুকে কাটিয়ে উঠে হোয়াইট হাউসকে নিজের দখলে এনেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে সারা পৃথিবীর উদ্দেশ্যে ঘোষণা করেছেন তাঁর বার্তা। সেইসঙ্গে আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার নেবেন কমলা হ্যারিস। যিনি প্রথম কৃষ্ণাঙ্গ, প্রথম ভারতীয় এবং প্রথম মহিলা হিসেবে প্রবেশ করলেন হোয়াইট হাউসে। এমন পরিস্থিতিতে তাঁর জয়ের জন্য শুভেচ্ছা বার্তা আসতে গেছিল বিশ্বের বিভিন্ন জায়গা থেকে।

সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে ওবামা থেকে বরিস জনসন, ভারতবর্ষের মোদি থেকে মমতা, সকলেই শুভেচ্ছা জানিয়েছিলেন এই নতুন প্রেসিডেন্টকে। আর এমন পরিস্থিতিতে কঙ্গনার এমন অদ্ভুত টুইট সকলকে অবাক করেছে। বস্তুত আমির খান অভিনীত সিনেমা গজনীতে আমির খানকে এক বিজনেস টাইকুনের ভূমিকায় দেখা গিয়েছিল। যেখানে একটি দুর্ঘটনার পর তাঁর short-term memory loss হয়।

কিন্তু তার সঙ্গে জো বিডেনের কি সম্পর্ক, সেটা ধারণা করতে পারেননি অনেকেই। মার্কিন নির্বাচনের ফলাফল ঘোষণার পর কঙ্গনা রানাওয়াত টুইট করে লেখেন, “গজনি বাইডেনের বিষয়ে আমি নিশ্চিত হতে পারছি না। কারণ, তিনি পাঁচ মিনিট পরপর সবকিছু ভুলে যান। তাঁকে এত ওষুধ দেওয়া হয়েছে, এক বছরের বেশি টিকবেন না। কমলা হ্যারিসই কাজ চালাবেন। একজন মহিলার উত্থান হলে তিনি বাকি সব মহিলাকেই পথ দেখান। এটি ঐতিহাসিক দিন।” এবার নিজেই তাহলে বুঝে দেখুন, কেমন অবাক করা কাণ্ড।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!