এখন পড়ছেন
হোম > রাজ্য > পূর্বতন তৃণমূল প্রধানের দুর্নীতি ধরতেই বিজেপি পরিচালিত পঞ্চায়েতে তালা ঝোলালো তৃণমূল?

পূর্বতন তৃণমূল প্রধানের দুর্নীতি ধরতেই বিজেপি পরিচালিত পঞ্চায়েতে তালা ঝোলালো তৃণমূল?

এবার পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে কাজ করার অভিযোগ তুলে বিজেপি পরিচালিত উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের খলিসানি গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন শাসকদলের পঞ্চায়েত সদস্য এবং সমর্থকরা। প্রসঙ্গত, বিগত পঞ্চায়েত নির্বাচনে 14 আসনবিশিষ্ট খলিশানি গ্রাম পঞ্চায়েতে বিজেপি 8 টি আসন পেলে এই পঞ্চায়েতটি তৃণমূলের হাতছাড়া হয়ে যায়।

এদিকে এই প্রেক্ষাপটে গত মঙ্গলবার এই গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভা চলছিল। আর সেখানেই প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা বর্তমান বিরোধী দলনেত্রী বর্ণালী দেড়ে বর্তমান প্রধান মানসী দোলুই ও উপপ্রধান মিন্টু দেড়ের কাজের অনিয়ম নিয়ে সোচ্চার হন। তাঁর অভিযোগ, পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের দৌলতে নিয়ম বহির্ভূতভাবে এলাকায় কোনরকম ওয়ার্ক অর্ডার ছাড়াই ঠিকাদারদের কাজ দেওয়া হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, এরপরই তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং কর্মীরা সেই প্রধান এবং উপপ্রধানকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখানোর পাশাপাশি সেই পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দিয়ে প্রধান এবং উপপ্রধানের পদত্যাগের দাবি জানাতে থাকেন।

কিন্তু কেন এমনটা করা হলো এদিন এই প্রসঙ্গে খলিশানি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী তৃণমূলের বর্ণালী দেড়ে বলেন, “নতুন বোর্ড ক্ষমতায় আসার পর টেন্ডার না করেই নিয়মবহির্ভূতভাবে মোটা অর্থের বিনিময়ে নিজেদের পছন্দমতো ঠিকাদারদের দিয়ে কাজ করাচ্ছে। আমরা সাধারণ সভায় পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার পরেই প্রধান এবং উপপ্রধান পঞ্চায়েত অফিসে আসা বন্ধ করে দিয়েছে। তাই আমরা এদিন পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখিয়ে তালা ঝুলিয়ে দিয়েছি।” তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত প্রধান মানসী দোলুই।

এদিন তিনি বলেন, “আমরা সরকারি নিয়ম মেনেই সমস্ত কাজ করাতেই বিরোধীদের অসুবিধা হচ্ছে‌। তাই তারা মিথ্যে নাটক করে পঞ্চায়েতে অশান্তি পাকানোর চেষ্টা করছে। আমরা এই পুরো ঘটনাটি প্রশাসনকে জানিয়েছি।” সব মিলিয়ে এবার বিজেপি পরিচালিত পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে সরব হয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল তৃনমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!