এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল সাংসদকে নিয়ে বিস্ফোরক দাবি বিজেপি সাংসদের, বাড়লো তীব্র জল্পনা

তৃণমূল সাংসদকে নিয়ে বিস্ফোরক দাবি বিজেপি সাংসদের, বাড়লো তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ, দলের একাংশের প্রতি বিস্ফোরক অভিযোগ করেছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। আজ তাঁর দিল্লি যাবার কথা শোনা গিয়েছিল। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন বলেও জল্পনা ছড়িয়েছিল। এরপর সাংসদকে দলে ধরে রাখতে গতকাল রাতে তাঁর সঙ্গে জরুরি বৈঠক করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে শতাব্দী রায়ের ক্ষোভ প্রশমিত হয়েছে বলে জানা গেছে। এরপর আজ সকালে দলকে শক্তিশালী করার বার্তা দিয়ে ফেসবুক পোস্ট করেছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এবার এ বিষয়েই বিশেষ তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেছেন যে, নাটক করে তাঁকে তৃণমূলে আটকে রেখেছেন মুখ্যমন্ত্রী (দিদি)। বিজেপিতে আসতে চলেছেন শতাব্দী রায়। তিনি জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী অভিনয় করে শতাব্দী রায়কে কিছুদিনের জন্য আটকে রেখেছেন। তবে, তাঁর দাবি দু-চার দিনের জন্যই তাঁকে আটকানো সম্ভব হয়েছে। বিজেপিতে আসতে চলেছেন শতাব্দী রায়। কারণ তিনি চাইছেন কাজ করতে। এতদিন তিনি কাজ করুন আর নাই করুন, বিজেপিতে এসে তিনি কিছু কাজ করতে চাইছেন, বলে দাবি করেছেন সৌমিত্র খাঁ।

আজ শনিবার বিষ্ণুপুরের জোর মন্দিরে বিজেপি কর্মীদের নিয়ে সাফাই অভিযানে যোগদান করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেখানেই শতাব্দী রায়ের সম্পর্কে বেশ কিছু বক্তব্য রাখলেন তিনি। বিজেপি সংসদ সৌমিত্র খাঁ জানালেন যে, বিজেপিতে আসতে এক নম্বরে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, দু নম্বরে রয়েছেন শতাব্দী রায়। তিন নম্বরে রয়েছেন অপরুপা পোদ্দার। এছাড়াও রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, এঁদেরকে নিয়ে ৭ জন সাংসদ চিন্তাভাবনা করেছেন বিজেপিতে আসার ব্যাপারে। এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা। তিনি দাবি করেছেন, ৭ জন তৃণমূল সাংসদ ও ৪০ জন তৃণমূল বিধায়ক যোগদান করতে চলেছেন বিজেপিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর এই দাবিকে মেনে নেননি তৃণমূল সাংসদ শতাব্দী রায়। ফোনে সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন যে, বিজেপি সম্প্রতি ক্ষমতায় আসার জন্য লড়াই করছে। কেউ বলছে ও ভাঙবে, কেউ বলছে ও চুরবে। এ সমস্ত চলতে থাকে রাজনীতিতে। এমন তরজা আগেও দেখা গেছে। তবে সব কথার উত্তর দেবার প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না। তিনি তাঁর অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। যে কনফিউশন সবাই তৈরি করেছিল তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। তিনি মনে করছেন লড়াইয়ের আর মাত্র কিছুদিন হাতে আছে। এ সময় কোন রকম বিভ্রান্তি না করে দলে থেকে দলের সমস্যা সমাধানে সচেষ্ট হতে হবে। দলে থেকেই দলের সমস্যা মেটাতে হবে, দলের বাইরে গিয়ে সমস্যা মেটানো যাবে না।

অন্যদিকে, আজ বৈদ্যবাটিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বিজেপির পক্ষ থেকে কালো পতাকা দেখানো হলো। এছাড়া উত্তর পাড়ায় কল্যান বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্সতে কালি লাগানো হয়েছে। এ বিষয়ে এক বিজেপি নেতাকে পুলিশ আটক করেছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সীতা মাতাকে অপমান করার প্রতিবাদে এমনটা করা হয়েছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!