এখন পড়ছেন
হোম > রাজ্য > বাংলায় গেরুয়া ঝড় থামাতে তৃণমূল নেত্রীর ‘মাস্টারস্ট্রোক’, ব্যাকফুটে সঙ্ঘ-বিজেপি নেতৃত্ব?

বাংলায় গেরুয়া ঝড় থামাতে তৃণমূল নেত্রীর ‘মাস্টারস্ট্রোক’, ব্যাকফুটে সঙ্ঘ-বিজেপি নেতৃত্ব?

বিভেদের রাজনীতি করে বাংলায় যে অধিকার কায়েম করা যাবে না তা বিজেপিকে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্ব ধর্মীয় সম্প্রদায় ও প্রাক্তিক জনগোষ্ঠীকে উন্নয়নে শামিক করে বিজেপিকে চাপে ফেললেন নেত্রী।

সুতরাং,আগামী লোকসভা ভোটে তৃণমূলকে টেক্কা দিতে সঙ্ঘের যে পুরানো ছক বানচাল হতে বসেছে,তা আর বুঝে নিতে বাকি নেই গেরুয়াশিবির কর্তাদের। ভোটের আগে রামমন্দির নির্মানের মতো গুরুত্বপূর্ন ইস্যুকে ঢাল বানিয়ে ময়দানে নামলে সেটা কাজে আসবে কিনা তা নিয়ে আশঙ্কিত বিজেপি। শুধু তাই নয়,আসন্ন রথযাত্রায় বাংলা থেকে ঠিকঠাক সাড়া মিলবে কিনা তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে বিজেপি নেতৃত্বদের।

এই প্রেক্ষিতে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে তৃণমূলকে পাল্টা দিতে নয়া ছক কষছে সঙ্ঘ পরিবার। পাশাপাশি এনআরসি বিল এনে অনুপ্রবেশকারী এবং শরনার্থী বিভাজনকে আরো একটু উসকে দেওয়া চেষ্টায় রয়েছে পদ্মশিবির। এ ব্যাপারে আবার বিজেপির বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছে তৃণমূল। অসমের মতো এনআরসিকে ঢাল মতুয়াদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে চাইছে বিজেপি,এমনটাই দাবী তৃনমূলের। কিন্তু মুখ্যমন্ত্রী এই বিভেদের রাজনীতি থেকেই বাঁচাতে চাইছে রাজ্যবাসীকে।

আর সেই লক্ষ্যেই মতুয়া এবং নমঃশূদ্রদের উন্নয়নে পর্ষদ গঠনের মতো ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন নেত্রী তিনসুকিয়া কান্ডের অব্যবহিত পরেই। এই প্রেক্ষিতে বিজেপির এক রাজ্য স্তরের নেতার দাবী, মতুয়াদের নাগরিকত্ব বিতর্কের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সরকার সেই প্রতিশ্রুতি পূরণের আগেই পর্ষদ গঠনের কথা ঘোষণা করে বিজেপিকে কোনঠাসা করে দিয়েছে তৃণমূল।

উল্লেখ্য,এ রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনের মধ্যে প্রায় ৭৪ টি আসনেই মতুয়াদের প্রভাব চোখে পড়ার মতো। এবার এই মতুয়া ভোটব্যাঙ্ক নিজেদের দিকে টানতে উৎসবের মরশমে সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি তাঁদের সব প্রয়োজনে আগে থেকেই সহায়তার হাত বাড়িয়ে রেখেছে। শুধু তাই নয়,সর্বস্তরের সঙ্গে জনসংযোগ রক্ষা করেও বিজেপিকে টেক্কা তৃণমূলের।

মুসলিম পরব হোক বা হিন্দু পার্বন সবদিক থেকেই যে সাম্যের বার্তা দিচ্ছে তৃণমূল,তা হিন্দুত্বের ধ্বজাধারীদের যেকোনো ছক ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট। তাছাড়া বিজেপি সরকার এমনিতেই চাপে রয়েছে একের পর এক আর্থিক নীতির ব্যর্থতার জেরে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পেট্রোপন্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এমনিই আমজনতাকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ করেছে রেখেছে। এই প্রেক্ষিতে বিজেপিকে আরো একটু চাপে ফেলতে মাষ্ট্রারস্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের। কপালে চিন্তার ভাঁজ গেরুয়াশিবির কর্তাদের। কীভাবে এই মূহুর্তে তৃণমূলকে রোখা যায়, তা নিয়ে ফের ছক কষতে শুরু করেছেন গেরুয়া বাহিনীর সেনাপতিরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!