এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বড় খবর, হঠাৎই ইস্তফা দিলেন মুকুল রায়, সরগরম রাজ্য রাজনীতি!

বড় খবর, হঠাৎই ইস্তফা দিলেন মুকুল রায়, সরগরম রাজ্য রাজনীতি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই তাকে নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। যদিও বা বারবার মুকুল রায় দাবি করেছেন, তিনি বিজেপির সদস্য। যার ফলে অনেকে তাকে মানসিক ভারসাম্যহীন বলেও দাবি করেছিলেন। তবে এই পরিস্থিতিতে সেই মুকুল রায়ের পিএসি কমিটির চেয়ারম্যান এবং তার বিধায়ক পদ খারিজ করতে উঠেপড়ে লেগেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই পরিস্থিতিতে এবার হঠাৎ করেই পিএসি কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সেই মুকুল রায়। যাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনার সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন অধ্যক্ষের কাছে একটি ইমেল মারফত ইস্তফা দেন মুকুল রায়। অনেকে বলছেন, কিছুদিন আগেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে, মুকুল রায় বিজেপিতেই রয়েছেন। তবে তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিমুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন, তিনি কোনোভাবেই এই বিষয় থেকে পিছপা হটবেন না। এমনকি দলত্যাগ বিরোধী আইন লাগু করে কিভাবে বিধায়ক পদ কেড়ে নিতে হয়, তিনি তা শেষ দেখে ছাড়বেন। আর এই পরিস্থিতিতে কার্যত রণেভঙ্গ দিয়ে যাবতীয় বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে চাইলেন মুকুলবাবু বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!