এখন পড়ছেন
হোম > অন্যান্য > নিম্নচাপের উপর নিম্নচাপ! ভারী বর্ষণে ঘুম উড়তে চলেছে গোটা দক্ষিণবঙ্গের? কি বলছে আবহাওয়া অফিস?

নিম্নচাপের উপর নিম্নচাপ! ভারী বর্ষণে ঘুম উড়তে চলেছে গোটা দক্ষিণবঙ্গের? কি বলছে আবহাওয়া অফিস?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন পর্যন্ত উত্তরবঙ্গের জেলা জুড়ে চলেছে ভারী বৃষ্টি। এর ফলে হয়েছে প্রবল বন্যা। সেসময় দক্ষিণবঙ্গে কার্যত অতটা বৃষ্টি হয়নি। কিন্তু এবার নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গ পেতে চলেছে ভারী বৃষ্টি বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। শুধু একটি নিম্নচাপ নয়, পরপর দু’টি নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ এবার ভেসে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, সম্প্রতি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যেটি এই মুহূর্তে উড়িষ্যা উপকূলে সুস্পষ্ট নিম্নচাপরূপে অবস্থান করছে।

এর ফলে শুরু হয়েছে দক্ষিণ বঙ্গের জেলা জুড়ে প্রবল বৃষ্টি। এর মধ্যেই উড়িষ্যা উপকূলে তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। যার ফলে রবিবার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবহাওয়াবিদদের দাবি, এই নতুন নিম্নচাপটি হলে আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে প্রবল বৃষ্টি। ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র সৈকতেও জারি হয়েছে রেড অ্যালার্ট। অন্যদিকে জানা গেছে, শহর কলকাতায় মূলত মেঘলা আকাশের সাথে সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে 30.2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে বুধবার কলকাতাসহ হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এলাকায় রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়াবিদদের সূত্রে জানা যাচ্ছে, আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। রবিবার দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী জেলাগুলি সম্মুখীন হবে প্রবলতর বৃষ্টির।

সোমবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুরু হবে অতি ভারী বৃষ্টি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দুই নিম্নচাপের গেরোয় আগামী 25 শে আগস্ট পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তুমুল বৃষ্টি চলবে বলে অনুমান। অন্যদিকে এই মুহূর্তে উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টি হলেও আগামী কয়েক দিন কোনরকম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। করোনা পরিস্থিতির জেরে এমনিতেই রাজ্যের অবস্থা আশঙ্কাজনক।

তারমধ্যে নিম্নচাপের জেরে রাজ্যে বন্যার আশঙ্কা আরো তীব্রতর হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বন্যা পরিস্থিতি ঠেকাতে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শ্রাবণের শেষে যেভাবে নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাজুড়ে প্রবল বর্ষণের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তা কিন্তু কোনোমতেই স্বস্তি দিতে পারছেনা সাধারণ মানুষকে। প্রশাসন যতই ভরসা দিক না কেন, আকাশের কালো মেঘের সাথে বন্যার ভ্রুকুটি মিশে আছে বলেই তাঁদের বিশ্বাস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!