এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আজ-কাল রাজ্য জুড়ে টানা দুদিনের কঠোর লকডাউন, এক নজরে দেখে নিন লকডাউনে মহানগরের চালচিত্রটা

আজ-কাল রাজ্য জুড়ে টানা দুদিনের কঠোর লকডাউন, এক নজরে দেখে নিন লকডাউনে মহানগরের চালচিত্রটা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলছে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৫ হাজারের গন্ডি অতিক্রম করেছে। যার মধ্যে মৃত্যু ঘটেছে ২৫০০ এর বেশি মানুষের। তবে ইতিমধ্যে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ হাজারের বেশি মানুষ।

রাজ্যে করোনার এই ভয়াবহ সংক্রমনের কারণে রাজ্য সরকারের কপালে পড়ছে চিন্তার ভাঁজ, বাড়ছে উদ্বেগ। রাজ্যে করোনা সংক্রমণ রোধ করতে গত মাস থেকেই রাজ্যে সাপ্তাহিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। প্রতি সপ্তাহে দুদিন করে লকডাউন এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে।

চলতি মাসের ৫ ও ৮ রাজ্যে শেষ লকডাউন হয়ে গেছে। তারপর গত সপ্তাহে বেশ কিছু ধর্মীয় উৎসব ও স্বাধীনতা দিবস থাকার কারণে গত সপ্তাহের কোন দিন রাজ্যে লোকডাউন ঘোষণা করেনি সরকার।এই এক সপ্তাহ বাদে পর আজ আবার সাপ্তাহিক লকডাউনের পর্ব ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এবারে আজ, কাল সম্পূর্ণ রাজ্যজুড়ে চলবে কঠোর লকডাউন। প্রথম পরপর দু’দিন এমন কঠোর লকডাউন ইতিপূর্বে দেখা যায় নি। আজ রাজ্যব্যাপী কঠোর লকডাউনের কারণে রাজ্যের সর্বত্র জনহীন, প্রায় যানবাহন হীন রাস্তা চোখে পড়ছে । এবার আসুন আমরা দেখিনিই লকডাউনে মহানগরের চিত্রটা কিরকম।

আজ মহানগরের সমস্ত গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা আছে বিরাট পুলিশ বাহিনী, পান থেকে চুন খসলেই উপযুক্ত বকশিশের ব্যবস্থা আছে। মহানগরের সর্বত্র চলছে ব্যাপক তল্লাশি। আজ রাজ্যব্যাপী কঠোর লকডাউন এর কারণে কলকাতা শহরের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই জনমানবহীন পথঘাট চোখে পড়ছে, সর্বত্রই থমথমে পরিবেশ। দেখা যাচ্ছে, ব্যস্ততম ধর্মতলা বাস স্ট্যান্ড আজকে একেবারে জনশূন্য।

উল্টাডাঙ্গার মোড়ে টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী। রাসবিহারী, সেন্ট্রাল অ্যাভিনিউতেও একই রকম চিত্র। কলকাতার মোড়ে মোড়ে পুলিশের দেখা যাচ্ছে ব্যাপক পুলিশি তল্লাশি। কাউকে রাস্তায় দেখতে পেলেই পুলিশ তাকে বাইরে বেরোনোর কারন জিজ্ঞাসা করছে।

গুরুত্বপূর্ণ কোন কারণ ছাড়া না বেরোলে তাকে যেতে দেওয়া হচ্ছে না। রাস্তা দিয়ে চলা সমস্ত গাড়ি থামিয়ে দিচ্ছে পুলিশ। যাচাই করে বারবার দেখছে, লকডাউনের দিনে তাদের পথে নামার কারণ। অন্যদিকে কোন ব্যক্তি মাস্ক ছাড়া রাস্তায় বেরোলে তাকে সঙ্গে সঙ্গে আটক করছেন কর্তব্যরত পুলিশকর্মীরা।

আজ শুধু নগর কলকাতাতেই নয় কলকাতার পাশাপাশি সমগ্র রাজ্যে লকডাউনের চিত্রটা একই রকম। রাজ্যের সর্বত্রই থমথমে, স্তব্ধ পরিবেশ, জনমানবহীন ও প্রায় যান হীন রাস্তা চোখে পড়ছে রাজ্যের সর্বত্র। ইতিপূর্বে বিগত দিনগুলির সাপ্তাহিক লকডাউনে পুলিশ বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করেছিল লকডাউন বিধি ভঙ্গ করার জন্য।

তবে, এবার পুলিশ বিধি ভাঙার জন্য কতজনকে গ্রেপ্তার করতে চলেছে তা এখনো জানা সম্ভব হয় নি। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ বছরের গত মার্চ, এপ্রিল মাসের দিকে রাজ্যের মানুষের মধ্যে যতটা লকডাউন ভাঙ্গার প্রবণতা ছিল, এখন আর ততটা নেই ।

এখন অনেক কমেছে লকডাউন ভাঙার প্রবণতা। পুলিশের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করে জানানো হয়েছে, আজকের এই সাপ্তাহিক লকডাউন মানুষ এখনো পর্যন্ত ভালোভাবেই মানছেন। বিশেষ কোন কারণ না থাকলে কেউ রাস্তায় বের হচ্ছেন না। তবে সব মানুষ এমনটা করছেন তাও নয়। অবাধ্য মানুষকের জন্যই রাস্তায় রাস্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে, চলছে তল্লাশি। উপযুক্ত কারণ না থাকলে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাড়ি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!