এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলার মসনদে মমতার হ্যাটট্রিক নিশ্চিত করতে তৃণমূলে বড় ভরসা জবরদস্ত স্লোগানে ভরা কর্মসূচি

বাংলার মসনদে মমতার হ্যাটট্রিক নিশ্চিত করতে তৃণমূলে বড় ভরসা জবরদস্ত স্লোগানে ভরা কর্মসূচি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বাম সরকারের আমলে তৃণমূল কংগ্রেসের প্রধান স্লোগান ছিল, “বদলা নয়, বদল চাই।” এই স্লোগানের ওপর ভিত্তি করেই বাংলার পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া, প্রতিটি জেলাতেই ব্যাপক সাফল্য পেয়ে 34 বছরের বাম সরকারকে ক্ষমতাচ্যুত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন।

বর্তমানে করোনা ভাইরাসের কারণে সমস্ত কিছুর পরিবর্তন হতে শুরু করেছে। সেভাবে রাজনৈতিক দলগুলো ময়দানে নামতে পারছে না। প্রধান অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। আর সেই সোশ্যাল মিডিয়াতে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের প্রচার কর্মসূচিতে যেমন অভিনবত্ব আনার কথা জানাচ্ছে, ঠিক তেমনই স্লোগানেও নিত্যনতুন বৈচিত্র চোখে পড়তে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই করোনা আবহের মধ্যে জি এবং নিট পরীক্ষা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়ে কোনোভাবেই এখন পরীক্ষা নেওয়া যাবে না বলে আওয়াজ তুলেছেন তিনি। আর এহেন ছাত্র দরদী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বেশি করে তুলে ধরতে তৃণমূল কর্মীরা এখন নিত্য নতুন স্লোগানের মধ্যে দিয়ে দলের ভাবমূর্তি আরও স্বচ্ছ করবার জন্য উদ্যোগী হয়েছে। জানা গেছে, তৃণমূলের পক্ষ থেকে টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে একটি পোস্ট করা হয়েছে। যেখানে লেখা রয়েছে, “ম্যায় হু না” বস্তুত, গত 21 জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই উক্তি করেছিলেন।

আর তারপরেই তা দ্রুত তৃণমূল স্তরে কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে। আর এবার সেই উক্তিকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের পাশে সব সময় আছেন, তার প্রমাণ করতে সোশ্যাল মিডিয়াকে বেছে নিতে শুরু করল শাসক দল তৃণমূল কংগ্রেস বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও একগুচ্ছ স্লোগান নিজেদের মত করে টুইটারে পোস্ট করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। যেখানে হ্যাশট্যাগ দিয়ে “ভাট বকছে বিজেপি” “বাংলা বিরোধী বিজেপি” “বলছি আমজনতা বাংলার পাশে মমতা” এই সমস্ত স্লোগান তুলে ধরা হচ্ছে।

অর্থাৎ 2021 এর বিধানসভা নির্বাচন তৃণমূলের কাছে যে খুব একটা সহজ নয়, তা উপলব্ধি করেছে তৃণমূল নেতৃত্ব। কেননা গত লোকসভা নির্বাচনে বিজেপি যেভাবে বাংলায় 18 টি আসন দখল করার পর বাংলাকে টার্গেট করে নিয়েছে, তাতে কিছুটা হলেও চাপে রাজ্যের শাসক দল। তাই এই পরিস্থিতিতে দুর্নীতি থেকে স্বজনপোষণ বিভিন্ন ইস্যুতে যখন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলতে ব্যস্ত, ঠিক তখনই নিত্যনতুন স্লোগানের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে আছে, তা প্রমাণ করতে কার্যত মরিয়া রাজ্যের শাসক দল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে দলের মুখপাত্র তথা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, “তরুণ প্রজন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলে আসছে। নতুন উৎসাহ নিয়ে কাজ করছে। তাদের চিন্তাধারা অনেক আলাদা। তাদের সঙ্গে তাল মেলাতে গিয়ে আমাদেরকেও তাদের মত ভাবতে হচ্ছে।” বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে মানুষ সোশ্যাল মিডিয়া থেকে সেলফোন নিয়ে বেশি ব্যস্ত থাকে।

তাই এই পরিস্থিতিতে সেই সোশ্যাল মিডিয়ায় যদি রাজনৈতিক চর্চা বেশি পরিমাণে হয়, তাহলে ছাত্র-যুবদের মন জয় করা সম্ভব হবে। তাই সেই দিকটি ধরে নিয়েই এবার তৃণমূল কংগ্রেস তরুণ প্রজন্মকে ময়দানে নামিয়ে নিত্য নতুন সরকারের মধ্যে দিয়ে 2021 এ বিজেপিকে কুপোকাত করে নিজেদের ভাবমূর্তি এখন থেকেই স্বচ্ছ করতে উদ্যোগী হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের এই নিত্য নতুন স্লোগান কতটা কার্যকরী হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!