এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তাঁর পরে দলের হাল ধরবে কে? জবাব দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়

তাঁর পরে দলের হাল ধরবে কে? জবাব দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেস মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্য রাজনীতিতে লক্ষ টাকার প্রশ্ন, তাঁর পরে তৃণমূল কংগ্রেসের ব্যাটন কার হাতে থাকবে? গতকাল হাওড়ার ডুমুরজলায় ছাত্র-যুব সম্মেলনের মঞ্চ থেকে দলের উত্তরাধিকারী স্থির করে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তিনি বলেন, যাঁরা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কী হবে তৃণমূলের? তাঁরা ভুল ভাবছেন, আমার দলের বর্তমান যেমন তৈরি, ভবিষ্যত্‍ও তৈরি। তৃণমূলে আমি একা সিদ্ধান্ত নিই না, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবাই মিলেই নেন। সুব্রতদা রয়েছেন, পার্থদা রয়েছেন, সবাই রয়েছেন, সবাই যে যাঁর দায়িত্ব পালন করেন, এইভাবেই একটা দল চলে। আর ভবিষ্যত্‍? ভবিষ্যত্‍ও তৈরি। শুভেন্দু আছে, অভিষেক আছে, আরও অনেকে আছে। ওঁদেরকে তৈরি করেছি দলের ভবিষ্যতের জন্য। ওঁরাও ওঁদের ভবিষ্যত্‍ তৈরি করে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলেও তৃণমূল থাকবে। সর্বোপরি তৃণমূল দলটা তৈরি হয়েছে মানুষের জন্য। এই দলটা বঞ্চিত-নিপীড়িত মানুষের। মানুষই এই দলকে বুকে করে আগলে রাখবেন। আমি মরে গেলেও বহাল তবিয়তে এই দল থাকবে। তৃণমূলের ভবিষ্যত্‍ সুনিশ্চিত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!