এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যপালের সঙ্গে আর পেরে উঠছেন না মমতা! সুবিধে করতে নজিরবিহীন ভাবনায় তৃণমূল!

রাজ্যপালের সঙ্গে আর পেরে উঠছেন না মমতা! সুবিধে করতে নজিরবিহীন ভাবনায় তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-প্রশাসনিক কায়দা থেকে শুরু করে কর্ম পদ্ধতি, কোনো দিক থেকেই রাজ্যপালের সঙ্গে পেরে উঠছে না বর্তমান রাজ্য সরকার। বিশ্ববিদ্যালয়গুলোকে উপাচার্যের মত করে চালাতে দিতে চান রাজ্যপাল। কিন্তু সেই বক্তব্যের সঙ্গে সহমত নয় রাজ্য। আর এই নিয়েই শুরু হয়ে গিয়েছে যুদ্ধ। অবস্থা এমন যে, রাজ্যপালের প্রায় সব সিদ্ধান্তের কাছেই হেরে গিয়ে এবার তাকে জব্দ করতে বেনজির পথে হাঁটতে চলেছে রাজ্যের শাসক দল।

প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আভাস দিয়েছেন যে, রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে। আর ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে, তাতে আগামী অধিবেশনেই এই ব্যাপারে বড় সিদ্ধান্ত নিতে পারে শাসক দল। যেখানে বর্তমানে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনতে পারে তৃণমূল কংগ্রেস। কিন্তু কেন এই প্রস্তাব আনা জরুরি হয়ে পড়ল? একাংশ বলছেন, এছাড়া তৃণমূলের কাছে আর কোনো গতি নেই। তাই তারা এই নজিরবিহীন সিদ্ধান্ত নিল। কারণ রাজ্যপাল বিশ্ববিদ্যালয়গুলোকে সচল রাখতে উপাচার্যের মতো করে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করার কথা ভাবছেন। কিন্তু রাজ্য চাইছে, সেখানেও তাদের জবর দখলের রাজত্ব থাক। তাই রাজ্যপালের সিদ্ধান্তকে হজম হচ্ছে না রাজ্য সরকারের। যার ফলে কোনো কিছুতেই সাংবিধানিক প্রধানের সঙ্গে পেরে না উঠে এবার তাকে জব্দ করতে বিধানসভাই বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে শাসকদলের কাছে।

বিরোধীদের দাবি, তৃণমূল একটি বেনজির দল, তাই তাদের এরকমই বেনজির সিদ্ধান্ত। কোনো রাজ্যপালের বিরুদ্ধে এভাবে বিধানসভায় প্রস্তাব আনা মানে সংবিধান এবং গণতন্ত্রকে অমান্য করা। তৃণমূল চাইছে, সব জায়গায় তাদের ক্ষমতা, গা জোয়ারি থাকবে। তাই রাজ্যপাল পদটাকেও তারা এখন অবলুপ্তি করে দেওয়ার চেষ্টায় মেতে উঠেছে। সেই কারণে জন বিচ্ছিন্ন হয়ে গিয়ে এই ভয়ংকর পথে হাটতে চাইছে রাজ্যের শাসক দল।

বিশেষজ্ঞদের মতে, সত্যিই কি কোনো শাসকের পক্ষে এই ধরনের কাজ করা উচিত! রাজ্যপাল তো সাংবিধানিক প্রধান। তার কোনো সিদ্ধান্ত রাজ্য সরকারের পছন্দ নাই হতে পারে। তা নিয়ে রাজ্যপালের সঙ্গে তারা আলোচনা চাইতে পারে। মুখোমুখি বসতে পারে। কিন্তু তা না করে যেভাবে সরাসরি সংঘাতে গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে একেবারে বিধানসভায় প্রস্তাব আনার চিন্তাভাবনা তৃণমূল কংগ্রেস করছে, তাতে ভবিষ্যতে তৃণমূলেরই বড় বিপদ হতে পারে বলেই মনে করছেন একাংশ। তবে বিশেষজ্ঞদের এইসব পরামর্শ হয়তো এখন তৃণমূলের কর্ণকুহ্বরে প্রবেশ করবে না। কারণ তাদের সর্বত্র ক্ষমতা চাই। তাই সেই ক্ষমতার মোহে ডুবে শাসক দলের মোক্ষম ভুল করা শুধু সময়ের অপেক্ষা বলেই মত পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!