এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুই পরীক্ষা বাতিলের সাথে সাথেই রাজ্যকে আক্রমণ দিলীপের, কড়া সমালোচনা!

দুই পরীক্ষা বাতিলের সাথে সাথেই রাজ্যকে আক্রমণ দিলীপের, কড়া সমালোচনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   দীর্ঘ নাটকীয় টানাপোড়েন এবং টালবাহানার পর অবশেষে বাতিল হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথমে বিশেষজ্ঞদের পরামর্শ এবং তার পরবর্তী সময়কালে এই দুই পরীক্ষা হবে কি হবে না, তা নিয়ে জনতার মতামত চেয়েছিল রাজ্য সরকার। আর সেই মতামত পরীক্ষার বিপক্ষে যাওয়ায় অবশেষে সোমবার সাংবাদিক বৈঠক থেকে তা বাতিল করে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর পরীক্ষা বাতিলের ঘোষণা হতে না হতেই এবার রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

যেখানে আরও আগে এই পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানানো উচিত ছিল বলে মন্তব্য করতে দেখা গেল তাকে্ অর্থাৎ ছাত্রছাত্রীরা এতদিন ব্যাপক সংশয়ে পড়ে গিয়েছিলেন। তবে মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছিলেন যে, পরীক্ষা নেওয়া হবে, তখন আবার নতুন করে তারা প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। কিন্তু তারপর আবার শেষ পর্যন্ত পরীক্ষা বাতিলের ঘোষণা অনেকটা সময় নষ্ট করে দিয়েছে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন বিজেপির রাজ্য সভাপতি।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা ভাইরাস যখন বাড়তে শুরু করেছিল, তখন কেন্দ্রের পক্ষ থেকে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে রাজ্যের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী প্রত্যেকেই জানিয়ে দিয়েছিলেন, এই পরীক্ষা গ্রহণ করা হবে। সেই মত প্রস্তুতিও শুরু করে দিয়েছিল ছাত্রছাত্রীরা। কিন্তু এই পরিস্থিতিতে গত রবিবার সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি জানিয়ে দেওয়া হয়, পরীক্ষা নেওয়া হবে কি হবে না, তার ব্যাপারে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক, অভিভাবিকা এবং সাধারন মানুষ যাতে মতামত দেয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সিংহভাগ মানুষ পরীক্ষা বাতিলের পক্ষে মতামত দেওয়ায় সেই পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই এই ব্যাপারে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার এই প্রসঙ্গে বিজেপির সভাপতি বলেন, “কারও সঙ্গে কোনো রকম আলোচনা না করেই মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে হবে, কিভাবে হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে চেয়েছিল রাজ্য সরকার। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল। পরীক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাদের জীবনের মূল্য রয়েছে।”

বিশেষজ্ঞরা বলছেন, দিলীপ ঘোষ এই ইস্যুতেও সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে বুঝিয়ে দিলেন, সরকারের পক্ষ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করা হলেও, তা অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এক্ষেত্রে প্রথমদিকে সরকার পরীক্ষা গ্রহণের কথা জানিয়েছিল। তাই সেই মত করে প্রস্তুতি শুরু করেছিল ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা। কিন্তু তাদের প্রস্তুতি যখন চরমে, তখন আবার তা বাতিল করে দেওয়ার ঘোষণা যে ছাত্র-ছাত্রীদের উদ্যমতাকে অনেকটাই নষ্ট করে দিল। সাংবাদিক বৈঠক থেকে সেই কথাই বুঝিয়ে দিতে চাইলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!