এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কেন্দ্রীয় দলের হাত ধরে বড়সড় সুখবর! বাংলার জন্যও করোনায় কেন্দ্রের দেওয়া ৫০ লক্ষের বীমা

কেন্দ্রীয় দলের হাত ধরে বড়সড় সুখবর! বাংলার জন্যও করোনায় কেন্দ্রের দেওয়া ৫০ লক্ষের বীমা

ভারতের বিভিন্ন রাজ্যে করোনার প্রাদুর্ভাব ইতিমধ্যে ভয়ংকরভাবে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। করোনার বিরুদ্ধে লড়াইতে জান লড়িয়ে লড়ে যাচ্ছেন দেশের সমস্ত ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নার্সরা। সে ক্ষেত্রে তাঁদের জীবনের ঝুঁকি অনেকটাই বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আসছে। এই পরিস্থিতিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের জীবনের সুরক্ষা ব্যাপারটি দেখতে গিয়ে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে তাদের জন্য 50 লক্ষ টাকার বিমা ঘোষণা করেছেন বলে জানা গেছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গেও ইতিমধ্যে বেশ কয়েকজন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে মৃত্যুও ঘটেছে সম্প্রতি একজনের। এই অবস্থায় রাজ্য সরকারের পক্ষ থেকেও প্রথমে পাঁচ লাখ এবং পরবর্তীতে আরও পাঁচ লাখ অর্থাৎ মোট 10 লাখ টাকার বীমা ঘোষণা করা হয়েছে। তবে কেন্দ্র এবং রাজ্যের বীমা দুটি একসাথেই স্বাস্থ্যকর্মীরা ও চিকিৎসকরা পাবেন কিনা সে বিষয়টি এতদিন স্পষ্ট ছিল না। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকেও সেই নিয়ে কিছু বলা হয়নি।

তবে এদিন কলকাতায় কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের কাছে স্বাস্থ্য দপ্তরের কর্তারা জানান, বাংলার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যেকোনো একটি বিকল্প বেছে নিতে পারেন বীমার ক্ষেত্রে। যদিও জানা গেছে, রাজ্য স্বাস্থ্য দপ্তর এই কথা কেন্দ্রীয় পর্যবেক্ষক দলকে মৌখিক জানালেও এ নিয়ে সরকারি কোন নির্দেশিকা তাঁদের কাছে যায়নি এখনও। অন্যদিকে এ ব্যাপারে সরকারি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল বলে জানা গেছে। সূত্রের খবর, প্রথম ভাগে বাংলায় করোনা যোদ্ধাদের জন্য পাঁচ লাখ টাকা ঘোষণা করা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু পরবর্তীতে কেন্দ্রীয় সরকার ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার, প্যারামেডিক্সদের জন্য 50 লক্ষ টাকা বিমা ঘোষণার পর রাজ্য সরকার তাঁদের একগুচ্ছ পদক্ষেপের সঙ্গে পাঁচ লাখ টাকার বীমা বাড়িয়ে 10 লাখ টাকা করে দেয়। কিন্তু রাজ্যের স্বাস্থ্য কর্মীদের কাছে এ কথা মোটে কখনোই স্পষ্ট হয়নি যে কেন্দ্রের বীমা তাঁরা গ্রহণ করতে পারবে কিনা। তবে জানা গেছে আমলাদের একাংশের বক্তব্য অনুযায়ী, যেহেতু করোনা এই মুহূর্তে জাতীয় বিপর্যয়। তাই কেন্দ্রের বীমা সুবিধাও রাজ্যের স্বাস্থ্যকর্মীরা আইন অনুযায়ী পেতে পারেন।

অন্যদিকে এ প্রসঙ্গে ডক্টরস ফোরামের চিকিৎসক কৌশিক চাকী জানিয়েছেন, তাঁরা পুরো ব্যাপারটি নিয়ে সম্পূর্ণ অন্ধকারে। বীমা সংক্রান্ত কোনো তথ্য তাঁদের কাছে পরিষ্কার নয়। তিনি জানান, ‘তবে এটুকু বলতে পারি, করোনার সঙ্গে লড়াই করতে গিয়ে কোনও স্বাস্থ্যকর্মী যদি মারা যান, তবে তা শহিদ হওয়ার চেয়ে কম কিছু নয়। যথাযোগ্য নিরাপত্তা তাঁর থাকা উচিত। আর এ নিয়ে রাজনৈতিক তরজা না থাকাই বাঞ্ছনীয়। এটা বিশ্বজোড়া প্যানডেমিক, একে নিয়ে প্যানডেমোনিয়াম না করাই ভাল।’

বিশেষজ্ঞদের মতে, ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের ব্যাপারে কেন্দ রাজ্য দ্বন্দ না থাকাই শ্রেয়। কেন্দ্রের সাথে রাজ্য সরকারগুলি পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, দেশকে করোনার হাত থেকে মুক্ত করার। করোনার প্রথমভাগেই দেশজুড়ে প্রধানমন্ত্রী নেতৃত্বে এবং রাজ্যগুলির সহায়তায় শুরু হয়েছে লকডাউন, যা এখনো চলছে। তবে আগামী 3 রা মে এই লকডাউন উঠে যাওয়ার কথা। আর তাই নিয়েই এখন শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন দেশের অন্দরে। অন্যদিকে বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, ক্রমশ প্রকট হচ্ছে ভারতে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা। তাই এবার করোনা যুদ্ধে জিততে কোন দিকে এগোবে ভারত সরকার, সে দিকেই লক্ষ্য রাখছে সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!