এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের ভোরে গুলি-বোমার তীব্র লড়াই পটাশপুরে, আহত ওসি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

ভোটের ভোরে গুলি-বোমার তীব্র লড়াই পটাশপুরে, আহত ওসি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ থেকে শুরু হল ভোট মহোৎসব। আজ প্রথম দফার নির্বাচনে ৩০ টি আসনে রয়েছে নির্বাচন। ভোট গ্রহণের কয়েক ঘন্টা আগে রাত-ভোরে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাতসতমাল এলাকার বোমা ও গুলির তীব্র সংঘর্ষ দেখা দিল। অভিযোগ উঠেছে, প্রায় সারারাত ধরেই এখানে অল্প-বিস্তর অশান্তি চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন পটাশপুর থানার ওসি দীপক কুমার চক্রবর্তী কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান।

আহত অবস্থায় স্থানীয় গ্রামবাসী ও অন্যান্য পুলিশকর্মীরা তাঁদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর, আঘাত গুরুতর হবার কারণে তাঁদের কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। এই ঘটনায় চারজন সন্দেহভাজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ভোরবেলায় সংঘর্ষ থামাতে গিয়ে ওসি্ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সামনেই বোমা ফেটেছিল, যার ফলে তাঁরা গুরুতর আহত হন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পটাশপুরের এই গুলি-বোমার ঘটনায় বিজেপি তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে। বিজেপির অভিযোগ রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। এরপর পুলিশ এলে পুলিশের ওপরও চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল বিজেপি। তবে, তৃণমূল বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তৃণমূলের অভিযোগ, বিজেপিই এই ঘটনা ঘটিয়েছে, এরসঙ্গে তৃণমূলের কোন যোগ নেই।

তৃণমূলের দাবি, বাইরে থেকে বেশ কিছু দুষ্কৃতীকে এনে এখানে বিজেপি আশ্রয় দিয়েছিল। যারা এই গন্ডগোল বাধিয়েছে। একটি বাড়িতে দুষ্কৃতীদের লুকিয়ে রেখেছিল বিজেপি, যা থেকে ব্যাপক উত্তেজনা ছড়ায়, এমনি অভিযোগ তৃণমূলের। পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ করেছে তৃণমূল। তবে, তৃণমূলের এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি।

সম্প্রতি, পটাশপুর এলাকায় টহল দিচ্ছে পটাশপুর থানার বিরাট পুলিশ বাহিনী ও সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সকলে যেতে শান্তিপূর্ণভাবে ভোট দান করতে পারেন, সেদিকে লক্ষ রয়েছে সকলের। ভোটের কয়েক ঘণ্টা আগেই এই ঘটনায় শোরগোল পড়ে গেছে রাজ্যের রাজনীতিমহলে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!