এখন পড়ছেন
হোম > জাতীয় > বেজে গেল বিধানসভার দামামা? বুথ পুনর্বিন্যাস নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন?

বেজে গেল বিধানসভার দামামা? বুথ পুনর্বিন্যাস নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের করোনা পরিস্থিতির মধ্যেই চলতি বছরের শেষদিকে অক্টোবর-নভেম্বর মাসে বিহারের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বিহারের বিধানসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে দেশের মোট ৬৫ টি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, আসন্ন এই নির্বাচনে বিহারের বুথ পিছু সর্বোচ্চ ভোটার সংখ্যা ১০০০ রাখা হবে ও দেশের অন্যান্য স্থানে এই সংখ্যা ১৫০০ রাখা হবে। গত শুক্রবার এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। গত শুক্রবার এই প্রসঙ্গে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিকদের চিঠি দিয়ে আবগত করে দেয়া হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অন্যদিকে, বিহারের মত লাদাখ, জম্মু-কাশ্মীর, এই দুটি কেন্দ্র শাসিত অঞ্চলের ক্ষেত্রেও অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্প্রতি দেশজুড়ে করোনা সংক্রমণ অব্যাহত থাকায় সর্বত্র মেনে চলতে হচ্ছে সামাজিক দূরত্ব বিধি। এই কারণে বুথ পিছু ভোটার সংখ্যা নির্ধারণের ব্যাপারে বিভিন্ন রাজ্যের সঙ্গে সিইওদের সঙ্গে নানা গুরুত্বপূর্ণ আলোচনা ও তথ্যের আদান-প্রদান হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কর্মকর্তাদের। এই আলোচনা থেকে উঠে এসেছিল বুথ পিছু সর্বাধিক ১০০০ বা ৮০০ করে ভোটার সংখ্যা নির্ধারণে। কিন্তু বুথ পিছু ভোটার সংখ্যা অধিক হ্রাস করলে বেশি সংখ্যায় ভোট কর্মী, ভোট যন্ত্র, ও নিরাপত্তা রক্ষীর প্রয়োজন হবে, নতুন বুথ নির্মাণে স্থানগত সমস্যাও হতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই সবকিছু বিবেচনা করে অক্সিলিয়ারি বুথ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত দেশের সমস্ত স্থায়ী বুথে মোট ভোটার সংখ্যা ১০০০ অতিক্রম না করানোর একটা চেষ্টা চলবে। ১০০০ অতিক্রম করে গেলে স্থানে স্থানে অক্সিলিয়ারি বুথ তৈরি করা হবে। অক্সিলিয়ারি বুথ অস্থায়ী, যা ভোটের প্রয়োজন অনুসারে অস্থায়ীভাবে তৈরি হয়, ভোট মিটে গেলে তার আর কোন অস্তিত্ব থাকে না।

প্রসঙ্গত, স্থায়ীভাবে বুথ সংখ্যার সঙ্গে সম্পর্কিত নির্দিষ্ট সংখ্যক ভোটার নিয়ে একটি বুথ পুনর্গঠন করা হয়। গত শুক্রবার নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, এবারে বুথ পিছু সর্বোচ্চ ১৫০০ সংখ্যক ভোটার রাখা হবে। তার ফলে দেশের কিছু স্থানে বুথ পুনর্বিন্যাসের প্রয়োজন দেখা দেবে। স্থায়ী বুথের সংখ্যা এর ফলে বাড়তে বা কমতে পারে। বর্তমানে পশ্চিমবঙ্গে স্থায়ী বুথের সংখ্যা হলো ৭৮,৮০৪। কিন্তু বিগত লোকসভা নির্বাচনের পূর্বে যা ছিল ৭৮,৭৯৯। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ১০০ টি বুথে ১৫০০ এর বেশি ভোটার আছে। তাই এইগুলি পুনর্বিন্যাস করা হবে। পুনর্বিন্যাসের পরেই রাজ্যের স্থায়ী বুথের সংখ্যা নির্ধারণ করা সম্ভবপর হবে। প্রসঙ্গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের কোন অক্সিলিয়ারি বুথ ছিল না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!