এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিশ্ব যোগ দিবসে ফের বিতর্কিত মন্তব্য বঙ্গ বিজেপির সভাপতির, ক্রমশ চড়ছে পারদ!

বিশ্ব যোগ দিবসে ফের বিতর্কিত মন্তব্য বঙ্গ বিজেপির সভাপতির, ক্রমশ চড়ছে পারদ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনৈতিক মহলে দিলীপ ঘোষ এই মুহূর্তে যথেষ্ট চর্চিত। বরাবরই দিলীপ ঘোষ এমন কিছু মন্তব্য করেছেন, যার ফলে তিনি সবসময় সংবাদ শিরোনামে থেকেছেন। শাসকদলের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব হোক কিংবা বর্তমানে চীন-ভারত যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে তাঁর মন্তব্য- সবেতেই তিনি এগিয়ে বলে মনে করেন রাজনৈতিক মহলের একাংশ। কিছুদিন আগেই শাসকদলের বিরুদ্ধে ‘বদলা এবং বদল চাই’ বলে তিনি রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছিলেন।

আর এবার বিশ্ব যোগ দিবসে তিনি আরেক বিতর্ক সৃষ্টি করলেন। ভারত-চীন যুদ্ধের সঙ্গে মহাভারতের যুদ্ধকে টেনে এনে মিলিয়ে দিয়ে। বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এদিন সকালে ইকো পার্কে বিশ্ব যোগ দিবসে যোগদান করতে গিয়েছিলেন বলে খবর। সেখানেই তিনি প্রাথমিকভাবে করোনা সংক্রমণ আটকাতে যোগাভ্যাস এর গুরুত্ব নিয়ে কিছু কথা বলার পরেই সম্পূর্ণ প্রসঙ্গ বদলে চলে যান রাজনৈতিক ইস্যুতে। এবং তখনই তিনি পরিষ্কার জানিয়ে দেন, বর্তমান পরিস্থিতিতে ভীষণভাবে প্রয়োজন হিংসার বদলে হিংসার এবং যুদ্ধের বদলে পাল্টা যুদ্ধ।

এদিন তিনি তাঁর মন্তব্যের পক্ষে সমর্থন টানতে গিয়ে সোজা মহাভারতের সঙ্গে তুলনা করে বসেন। তাঁর মতে প্রাচীনকাল থেকে দেখা যাচ্ছে, হিংসা ছাড়া পৃথিবীতে কোন কিছুর সমাধান হয়নি। তিনি ভারত চীন বর্তমান পরিস্থিতি সম্পর্কে আরো বলেন, ‘আজ যদি চিনকে হিন্দি-চিনি ভাই-ভাই বলি, তাহলে দেশের আরও কিছুটা ওরা নিয়ে নেবে। যে যে ভাষায় কথা বোঝে, তাকে সে ভাষায় জবাব দেওয়া উচিত।’ অন্যদিকে গত শনিবার উত্তর কলকাতায় চায়ে পে চর্চায় অংশগ্রহণ করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানেও তিনি চীনের উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন বলে জানা গেছে। তবে চীন ভারত যুদ্ধ নিয়ে যেভাবে তিনি মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধকে টেনে এনেছেন তা নিয়ে অবশ্য বিস্মিত রাজনৈতিক মহলের সবাই। এরই মধ্যে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যকে নিয়ে চর্চা শুরু হয়েছে জোরদার। অন্যদিকে জানা গেছে, এদিন বিশ্ব যোগ দিবস যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ ছাড়াও রাজ্য বিজেপির বেশ কয়েকজন নেতা কর্মীরা। রাজ্য বিজেপি সভাপতি অবশ্য প্রথম থেকেই যোগাভ্যাস এর মাধ্যমে সকলকে সুস্থ থাকার কথা বলেন।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, দিলীপ ঘোষ একজন পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই তিনি যেভাবে মন্তব্য করছেন তাতে যে রাজনৈতিক চর্চা শুরু হবে সে কথা তিনি বিলক্ষণ জানবেন এটাই স্বাভাবিক। অন্যদিকে, রাজনৈতিক মহলের একাংশের মত দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে বহুবার তার নিজের দলেও সমালোচনা হয়েছে এবং সে ক্ষেত্রে দলীয় মতামতে ভিন্নতা ধরা পড়েছে। আপাতত এখনো পর্যন্ত দিলীপ ঘোষের এই নতুন মন্তব্য ঘিরে তাঁর দলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবু পুরো ব্যাপারটির ওপর এই মুহূর্তে নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!