এখন পড়ছেন
হোম > অন্যান্য > লকডাউনে ব্যবসায় মন্দা? আয় ঠেকেছে তলানিতে? হতাশ না হয়ে ঘুরে দাঁড়ানোর সহজ উপায়গুলি জেনে নিন!

লকডাউনে ব্যবসায় মন্দা? আয় ঠেকেছে তলানিতে? হতাশ না হয়ে ঘুরে দাঁড়ানোর সহজ উপায়গুলি জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টকরোনার জেরে দেশজুড়ে প্রবল অর্থনৈতিক সংকট। একদিকে মারণ ভাইরাসের থাবা অন্য দিকে ভাঁড়ে মা ভবানী। রোজগার বন্ধ, দোকানের শাটার নামানো, বেসরকারি কর্মসংস্থায় কর্মী সংকোচন — কী করবে আর কী করবে না তা ভেবেই নাভিশ্বাস উঠছে মানুষের। এই লকডাউনে তর তর করে বাড়ছে ব্লাড প্রেশার। একটাই চিন্তা — আগামী দিনে কিভাবে উপার্জন আসবে? ব্যাবসা করবো বললেই তো হলো না — এতো বেশি পুঁজি কই? তবে উপায়?

না, এতোটাও হতাশ হবেন না। উপায় নিশ্চই আছে। নদীর একদিক ভাঙলে আরেকদিক গড়বেই। শুধু ঠান্ডা মাথায় এই পরিবর্তনগুলির সাথে নিজেকে তাড়াতাড়ি খাপ খাওয়াতে হবে। কে বলেছে স্বল্প পুঁজিতে নতুন ব্যাবসার সুযোগ নেই?

আসুন তবে জেনে নিন এমন কিছু নতুন ব্যাবসায়িক আইডিয়া যার দ্বারা আপনি নতুন ভাবে আপনার জীবনকে আবার গুছিয়ে তুলতে পারেন। কী সেগুলো? এক এক করে বলি।

১. মেডিকেল মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার ম্যানুফ্যাকচারিং —- এই ব্যাবসাটি আগামী সময়ের জন্য অত্যন্ত লাভজনক ব্যাবসা হতে চলেছে। যেভাবে এই জিনিসগুলির চাহিদা বাড়ছে তাতে ক্রেতা পেতে কোনো বেগ পেতে হবে না। আপনি চাইলে ম্যানুফ্যাকচারং-এ না গিয়ে সাপ্লায়ারও হতে পারেন।

২. লোকাল ঘরে প্রস্তত খাদ্যদ্রব্যের ব্যাবসা — আসতে আসতে আগামী কালে মার্কেট লোকালাইজড হতে চলেছে। সেখানে অল্প পুঁজিতেও আপনি এই ব্যাবসায় নামতে পারেন।

৩. পেপার ন্যাপকিন বানানোর ব্যাবসা — আগের সময় আর আগামী সময়ের মধ্যে অনেকখানি তফাৎ ঘটিয়ে দিয়েছে করোনা সংক্রমণ। আগে আমর পেপার ন্যাপকিন বা টিস্যু পেপারের ব্যাবহার শুধু হোটেল- রেস্তোরাঁতেই দেখতাম। কিন্তু এখন প্রতিটি অফিস কাচারি, এমনকি, সাধারণ ভাবে কিছু স্পর্শ করার ক্ষেত্রেও পেপার ন্যাপকিনের ব্যাবহার দেখতে পাই। আগামী কালেও সেটি থাকবে। তাই এই সময় এই ব্যাবসাটি খুবই লাভজনক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৪. আমদানি – রপ্তানির ব্যাবসা — এই ব্যাবসাটি আগামী কালে খুব বড় জায়গা নিতে চলেছে। লকডাউনের জন্য যে আর্থিক ক্ষতি হয়েছে তা পূরণের জন্য দেশের সরকার যেমন বাইরের দেশের জন্য এই দেশে এসে ব্যাবসা করাকে স্বাগত জানাচ্ছে, তেমনই আমাদের দেশের কেউ যদি কোনো দ্রব্য তৈরি করে বিদেশে রপ্তানি করতে চায় তবে দেশের সরকার তাকে সাহায্য করবে।

৫. কার-ওয়াশিং বিজনেস — এই ব্যাবসাটি আগামী সময়ে রমরম করে চলবে। এতদিন অব্দি কেউ লং ড্রাইভ থেকে ফিরে সাধারণত গাড়িকে পার্কিং বা গ্যারাজে রেখে দিতো। কিন্তু এবার চট করে তা হবে না। সুরক্ষার কথা ভেবে কেনো দূর জেলা বা ভিন রাজ্য পেড়িয়ে এসে মানুষ সেই গাড়িকে ওয়াশ এবং স্যানিটাইজ করিয়ে নিতে চাইবে। কাজেই আগামী কালে এই ব্যাবসার মার নেই।

৬. ই-কমার্স মূলক ব্যাবসা — পৃথিবী এখন ডিজিটালাইজড হয়ে আসছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষ চাইবে তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য তার ঘরে পৌঁছে যাক। আগেও মানুষ আমাজন বা ফ্লিপকার্ট থেকে অনলাইনে অর্ডার করে জিনিস কিনতো। কিন্তু, সেটা তখন কম সংখ্যার মধ্যে আবদ্ধ ছিল। কিন্তু এখন অতি সাধারণ পরিবারও চাইবে তাদের বাজারটাও যেন বাড়ি পৌঁছে যায়। কাজেই আপনি মুদিদ্রব্য হোক বা ইলেকট্রনিকস, ওষুধ হোক বা হোমকেয়ার — যে কোনো দিক নিয়েই অনলাইন ব্যাবসা চালু করতে পারেন।

৭. ডেলিভারি — বয় এজেন্সির ব্যাবসা / অনলাইন ট্রেডিং — আগামী কালে এই ব্যাবসাটি অত্যন্ত লাভজনক হতে চলেছে। এতদিন অব্দি আমাদের ঘরের কাজ করার জন্য লোক লাগতো। রান্নার লোক, কাপড় কাচার লোক, ইত্যাদি। এবার বাইরের কাজের জন্যেও লোক লাগবে — যেমন ইলেক্ট্রিক বিল জমা দেওয়া, এল.আই.সি. প্রিমিয়াম, গৃহলোন — প্রভৃতি জমা দেওয়া, ব্যাঙ্ক-পোস্ট অফিসের কাজ — সবকিছুর জন্য লোক লাগবে। আর সেই ডেলিভারি – বয় যদি আপনি সরবরাহ করতে পারেন তো কথাই নেই! ভাবছেন, গুগল পে বা ফোন পে থেকেও তো মানুষ এগুলো মেটাতে পারে! নিশ্চই। তবে আগামী কালে যেভাবে সাইবার হ্যাকার বাড়ছে, সেখানে ” “ডেলিভারি–বয় ” অপশানটা মানুষ বেশি পছন্দ করবে।

৮. অনলাইন এডুকেশনের বিজনেস — আগামী কালে অনলাইন এডুকেশন একটি বিশাল জায়গা নিতে চলেছে। তাই আপনিও দেরি না করে এডুকেশন অ্যাপ্স তৈরি করে এই ব্যাবসায় নামতে পারেন।

সার্বিক ভাবে বলতে গেলে, তিন ধরনের যে ব্যবসা দেখা যায়, অর্থাৎ —

১. ম্যানুফ্যাকচারং বেইসড বিজনেস

২. ডেলিভারি বেইসড বিজনেস

৩. সার্ভিস প্রভাইডিং বেইসড বিজনেস

আর এখন নব সংযোজন হিসেবে —

৪. ডিজিটাল মার্কেটিং

এই সব ক্ষেত্রগুলিতে আপনি আগামী কালে ওপরের তিন ধরনের বিজনেসকে শেষের ‘ ডিজিটাল মার্কেটিং’-এর সাথে জুড়ে নতুন উদ্যমে মাঠে নামতে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!