এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > স্বাস্থ্যসাথী কার্ড ফেরালেই কড়া পদক্ষেপ, বড়সড় হুঁশিয়ারি মমতার!

স্বাস্থ্যসাথী কার্ড ফেরালেই কড়া পদক্ষেপ, বড়সড় হুঁশিয়ারি মমতার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্য সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসার ক্ষেত্রে স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু বিভিন্ন সময়ে সেই স্বাস্থ্যসাথীর কার্ড বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন নার্সিংহোম ফেরত পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ। অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ বিপদের মুখে পড়েছে। আর এই পরিস্থিতিতে নবান্ন থেকে সেই স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে হাসপাতাল এবং নার্সিংহোম সেই স্বাস্থ্যসাথী কার্ড না নিলে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন নবান্নে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম গুলোকে কড়া বার্তা দেন তিনি। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “কোনো হাসপাতাল বা নার্সিংহোম যদি স্বাস্থ্যসাথী কার্ড না নেয়, তাহলে সেই হাসপাতাল বা নার্সিংহোমের লাইসেন্স বাতিল করতে হবে।” বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রীর এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতাল এক্ষেত্রে অসহযোগিতা করেছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এই বার্তা দিয়ে কার্যত স্বাস্থ্যসাথীর কার্ড যে ফেরত দেওয়া যাবে না, তা বুঝিয়ে দিতে চাইলেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!