এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাস্তাতেই কাটাতে হবে তৃণমূলকে, গদিতে বসবে বিজেপি: দিলীপ ঘোষ

রাস্তাতেই কাটাতে হবে তৃণমূলকে, গদিতে বসবে বিজেপি: দিলীপ ঘোষ

বুধবার কালাধন বিরোধী দিবস উদযাপনে রাস্তায় নেমে তৃণমূলকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি এদিন। দিলীপ বাবু বলেন, আজ যারা রাস্তায় নেমেছে তাঁদের বাকি জীবনটা রাস্তাতেই কাটবে। এবার গদিতে বসব আমরাই। আমরা নতুন সরকার গড়ব। সাধারণ মানুষকে তাঁদের অধিকার ফিরিয়ে দেব। পশ্চিমবঙ্গের ভাগ্য পরবির্তন করব আমরাই। তৃণমূল কংগ্রেস বুঝে গিয়েছে, তাঁদের সময় ঘনিয়ে এসেছে। তাই এখন থেকেই মারামারি শুরু করে দিয়েছে শাসক দল।

এখানেই থেমে না থেকে দিলীপবাবু আরো বলেন, আমাদেরকে তো মারছেই, মারামারি করছে নিজেরাও। আমরা বিরোধী পার্টি আমাদেরকে মারতেই পারে। কিন্তু আমার জিজ্ঞাস্য, তোমরা কেন নিজেরা মারামারি করছো। আসলে যত ডাকাত, চোর, বদমাশ- সবাই এখন দিদির দলে আশ্রয় নিয়েছে। তারাই হয়েছে দিদির ভাই। তাদের দিয়েই সন্ত্রস্ত করা হচ্ছে এলাকা। যত ভোট এগিয়ে আসবে, ততই এসব বাড়বে। তা বলে ভয় পেয়ে বসে থাকলে চলবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!