এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর নীরবতা আর সমান্তরাল কর্মসূচি, জল্পনা বাড়াচ্ছে বহুগুণ? ঘাসফুল- গেরুয়া দুই শিবিরেই!

শুভেন্দুর নীরবতা আর সমান্তরাল কর্মসূচি, জল্পনা বাড়াচ্ছে বহুগুণ? ঘাসফুল- গেরুয়া দুই শিবিরেই!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সাংগঠনিক বৈঠক তাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে বলে জল্পনা চললেও শেষ পর্যন্ত তার দায়িত্ব অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে‌। কোর কমিটির সদস্য করে রাখা হয়েছে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। আর এর পর থেকেই তার অনুগামীরা এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় উষ্মা প্রকাশ করলেও শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। উল্টে তার গতিবিধি জল্পনা বাড়িয়ে দিয়েছে বঙ্গ রাজনীতিতে।

নানা সময় নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে, এবার তৃণমূল কংগ্রেস ছাড়তে পারেন পূর্ব মেদিনীপুরের অধিকারী গড়ের সম্রাট। তবে প্রথম থেকেই এরকম সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়েছেন তিনি। কিন্তু শুভেন্দু অধিকারী বা তৃনমূলের সর্বময় নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় হলেও, শুভেন্দু অধিকারীর অনুগামীরা নানা সময় এখন মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন। তবে এক্ষেত্রে দাদা শুভেন্দু অধিকারের নামকে সামনে রেখেই মানুষের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে তাদের।

আর এই সমস্ত ব্যাপার একনাগাড়ে চলতে থাকলেও শুভেন্দু অধিকারী কোনরূপ মুখ না খোলায়, ঘাসফুল শিবির থেকে পদ্ম শিবির, প্রত্যেকটি মহলেই তাকে নিয়ে জল্পনার পারদ ক্রমশ বাড়তে শুরু করেছে। প্রায় সকলেরই প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় যখন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা চলছে, তখন কেন তিনি নীরবতা পালন করছেন? তাহলে কি এই সমস্ত জল্পনাতে পরোক্ষে সীলমোহর দিচ্ছেন তিনি?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, মন্ত্রী হিসেবে দপ্তরের কাজ সামলালেও দলের কাজে সেভাবে যোগ দিতে দেখা যাচ্ছে না তাকে। ইতিমধ্যেই সমন্বয় কমিটির বৈঠক হলেও, সেখানে অনুপস্থিত থেকেছেন তিনি। পাশাপাশি তিনটি ক্যাবিনেট বৈঠকেও উপস্থিত হননি শুভেন্দুবাবু। যদিও বা এই ব্যাপারে তার পরিবারের অনেক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত। তাই তিনি সেই ক্যাবিনেট বৈঠকে উপস্থিত হননি বলে ঘনিষ্ঠমহলে জানিয়ে দিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী।

আর এখানেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি তৃণমূল ছাড়ার ব্যাপারে কোনো চিন্তাভাবনা শুরু করেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী? তবে সেই জল্পনাকে গুরুত্ব না দিয়ে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  যেখানে শুভেন্দু অধিকারী বলছেন, “তৃণমূলে একজন নেত্রী। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি সবাই সৈনিক।”

তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা চলবে, আর তার সব কিছু নীরবে মেনে নেবেন শুভেন্দু অধিকারী, এমন ব্যক্তি তিনি নন‌। ফলে তার মত প্রভাবশালী ব্যক্তিত্বকে নিয়ে একের পর এক সোশ্যাল মিডিয়ায় জল্পনা চললেও, তার মুখ না খোলা নিঃসন্দেহে চিন্তা বাড়াচ্ছে বাংলার রাজনৈতিক মহলের। কোথায় যাবেন শুভেন্দু অধিকারী, কি করবেন তিনি, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি! এই সমস্ত প্রশ্ন যত দিন যাচ্ছে, ততই বাড়তে শুরু করেছে। তবে ভবিষ্যতে শুভেন্দুবাবু কি করেন, তার গতিবিধি কি হয়, তার ওপরেই এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!