এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজ্যপাল অপসারণে তৃণমূলের পদক্ষেপ নিয়ে বিস্ফোরক মুকুল রায়!

রাজ্যপাল অপসারণে তৃণমূলের পদক্ষেপ নিয়ে বিস্ফোরক মুকুল রায়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বাম আমলে তৃণমূলের সুদীর্ঘ লড়াই আন্দোলনের অন্যতম সাক্ষী তিনি। সরকারের বিরুদ্ধে সরব হয়ে মাঝেমধ্যেই রাজ্যপালের দ্বারস্থ হতে দেখা যেত তৎকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার যখন সরকারের নানা বিষয় নিয়ে সরব হচ্ছে, তখন সেই রাজ্যপালকে পদ্মপাল বলে কার্যত কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস।

আর নজিরবিহীনভাবে এবার পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অপসারণের দাবিতে রীতিমত রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেওয়ার কথা জানিয়ে দিল ঘাসফুল শিবির‌ আর তৃণমূলের এই উদ্যোগ নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের প্রাক্তন সেকেন্ড ইন কমান্ড তথা বর্তমানে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। যাকে কেন্দ্র করে এবার শোরগোল তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে।

সূত্রের খবর, এদিন মুকুল রায় বলেন, “34 বছরের বাম জমানায় 34 ভাগ রাজ্যপাল বদলের আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনওবার তা হয়নি।” আর মুকুল রায়ের এই দাবি যে এখন তৃণমূল কংগ্রেসকে অনেকটাই অস্বস্তিতে ফেলে দিল, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। এদিন এই বিজেপি নেতা বলেন, “এর আগে কোনো বিজেপি নেতা কোনো অন্যায় বিরুদ্ধ কাজ করেননি। একটি শব্দ উচ্চারণ করেননি যা আইনবিরুদ্ধ। কিন্তু প্রতিবার তাদের বদলির আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনো ক্ষেত্রেই তা কার্যকর হয়নি। এবারও হবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, অতীতের কথা তুলে ধরে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে কার্যত সংবিধান না মানার অভিযোগে অভিযুক্ত করলেন মুকুল রায়, তাতে তিনি বুঝিয়ে দিলেন, এতে করে লাভের লাভ কিছুই হবে না। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন সংবিধানের রাজ্যপাল অতিক্রম করেছেন বলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল অপসারণের দাবি জানান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।

একাংশ বলছেন, নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে, ততই বিরোধীরা চাপ বাড়াতে শুরু করেছে রাজ্য সরকারের ওপর। আর এই পরিস্থিতিতে তৃণমূলের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধানের নানা বিষয়ে মতামত প্রদান করা। যেখানে শিক্ষা থেকে স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা নানা বিষয়ে মতামত প্রদান করে কার্যত সরকারের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকর।

আর এবার সেই রাজ্যপালকে সরাতে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার কথা শোনা গেছে তৃণমূল সাংসদের গলায়। কিন্তু এতে করে লাভের লাভ কিছুই হবে না তা বলেও অতীতের কথা তুলে ধরে তৃণমূল নেত্রী এবং তার দলকে অস্বস্তিতে ফেলে দিলেন বিজেপি নেতা মুকুল রায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!