এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লালবাজারের সেন্ট্রাল লক-আপে কেমন আছেন গ্রেপ্তার হওয়া শিক্ষক নেতারা?

লালবাজারের সেন্ট্রাল লক-আপে কেমন আছেন গ্রেপ্তার হওয়া শিক্ষক নেতারা?


গতকাল থেকেই শহীদ মিনার চত্ত্বরে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা ইউইউপিটিডব্লুএর নেতৃত্ত্বে রাজ্যের লক্ষ লক্ষ প্রাথমিক শিক্ষকদের পিআরটি স্কেলের দাবিতে দুদিন ব্যাপী ধর্ণা ও আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছেন। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল শিক্ষামন্ত্রীর শিক্ষকদের ‘যোগ্যতা’ নিয়ে প্রশ্ন তোলায় তা যেন আন্দোলনের আগুনে ঘৃতাহুতি করেছে।

আজ প্রায় কম-বেশি এক লক্ষ শিক্ষকের জমায়েত হয়েছিল এবং সেই জমায়েত থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষামন্ত্রীর এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মিছিল করবেন শিক্ষকরা। সেই মিছিল শুরু হতেই আন্দোলনকে স্তব্ধ করতে এরপরেই চূড়ান্ত পদক্ষেপ নেয় রাজ্য সরকার। সংগঠনের ও আন্দোলনের প্রথম শ্রেণীর সমস্ত নেতা-নেত্রী সহ গ্রেপ্তার করা হয় প্রায় ১৫০ শিক্ষক। ১০-১২ টি পুলিশ ভ্যান ও ৩-৪ টি পুলিশ গাড়ি করে সংগঠনের রাজ্য সম্পাদিকা পৃথা বিশ্বাস, রাজ্য সভাপতি সন্দ্বীপ ঘোষ, মইদুল ইসলাম, বেলা সাহা, চন্দন চট্টোপাধ্যায়, নাফিসা দেবী সহ প্রায় ১৫০ জন শিক্ষক-শিক্ষিকাকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে গেছে কলকাতা পুলিশ।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সংগঠনের প্রায় সমসাগর শীর্ষ-নেতৃত্ত্ব গ্রেপ্তার হয়ে গেলেও আন্দোলনের তীব্রতা কমার কোনও লক্ষণ এখনও পর্যন্ত নেই। তবে, লালবাজারে সেন্ট্রাল লকআপে কেমন আছেন প্রিয় নেতা-নেত্রীরা? এই ভাবনায় রীতিমত চিন্তিত আজ জমা হওয়া প্রায় এক লক্ষ শিক্ষক। আমরা বহু কষ্টে জেলে থাকা এক অন্যতম উদ্যোক্তার সঙ্গে কথা বলতে সমর্থ হয়েছি (এই মুহূর্তে তাঁর সুরক্ষার স্বার্থে নাম প্রকাশ করতে পারছি না), তিনি জানিয়েছেন – গ্রেপ্তারির আগে টানা হ্যাঁচড়ায় বহু শিক্ষক আহত হয়েছেন বা তাঁদের জামা ছিঁড়ে গেছে। কিন্তু লকাপের ভিতর তাঁদের উপর কোনো প্রকার অত্যাচার হয় নি। সবাইকে ভাগ করে বিভিন্ন সেলে রাখা হয়েছে। এই আন্দোলন নিয়ে তাঁরা আশাবাদী, যেকোন মুহূর্তে বড়সড় সিদ্ধান্ত ঘোষণা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!