বিমল গুরুঙ্গ নিয়ে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার জাতীয় বিশেষ খবর রাজ্য November 20, 2017 এসআই আমিতাভ মালিকের হত্যাকাণ্ডের পর বিমল গুরুঙ্গকে হাতে পেতে মরিয়া রাজ্য সরকার। এখনও গোপন ডেরায় আত্মগোপন করে আছেন বিমল গুরুঙ্গ, সামনে না এলেও একের পর এক অডিও টেপে চলছে রাজ্যের বিরুদ্ধে ‘বোমাবর্ষণ’, রাজ্য পুলিশ হন্যে হয়ে তাঁকে খুঁজছে। তাঁর টিকি ছুঁতে না পারলেও অভিযানের পরে অভিযান চলছে। এরই মধ্যে বড়সড় স্বস্তি পেলেন বিমল গুরুঙ্গ। রাষ্ট্রদ্রোহিতা এবং ইউএপিএ-তে অভিযুক্ত মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ। কিন্তু আগাম জামিনের আবেদনের ভিত্তিতে দু’সপ্তাহের জন্য যাবতীয় অভিযানে স্থগিতাদেশের নির্দেশ জারি করল সুপ্রিম কোর্ট। ফলে ধাক্কা খেল রাজ্যের অভিযান প্রক্রিয়া। রাজ্য সরকার কিভাবে সামাল দেয় পরিস্থিতি এখন সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল। আপনার মতামত জানান -