এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতা ও বিজেপির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন বিপ্লব দেব

এবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতা ও বিজেপির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন বিপ্লব দেব


পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে যা হয়েছে,অতীতে কখনো হয়নি। সরকারি কর্মী তথা ভোটকর্মীরা মিডিয়ার সামনে যেভাবে সন্ত্রাসের প্রতিবাদ করেছে তার দৃষ্টান্ত প্রথমবারই দেখা গেলো। এর থেকে রাজ্যসরকারের দুর্বিষহ অত্যাচারের নমুনা মেলে এমনটাই দাবী জানালেন ত্রিপুরার নতুন বিজেপি সরকার বিপ্লব দেব। টেলিভিশনে রীতিমত সব খোঁজ খবর রেখেছেন তিনি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ায়। তাই এদিন আগরতলায় নিজের অফিসে বসে বাংলার জোড়াফুল সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। বললেন, তৃণমূল সরকার ৩৪% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কীভাবে জিতলো তা রাজ্যবাসী জানে। এতো হিংসার পরেও বাঁকুড়া,পুরুলিয়া,ঝাড়গ্রামে যা ফলাফল এসেছে তাতে কিন্তু আমজনতার স্পষ্ট মনোভাব জানা গেলো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আজ যদি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হতো তাহলে শাসকদল ৫-৭ টার বেশি পঞ্চায়েত পতো না। এছাড়া ভোট প্রক্রিয়ায় চুলচেরা বিশ্লেষণ করে তিনি এটাকে  রাজনীতির অত্যন্ত দুর্ভাগ্যজনক অধ্যায় বলে দাবী করেছেন। জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী মোদীজিও কঠোরভাবে নিন্দা করেছেন এই বঙ্গের পঞ্চায়েত নির্বাচনকে। তিনিও ভোটপর্ব দেখে দুশ্চিন্তার উদ্রেক করেছেন। মোদীজির সঙ্গেই সহমত পোষণ করেছেন নতুন বিজেপি তরফের মুখ্যমন্ত্রী। এই পরিপেক্ষিতে বিজেপির উপর ভরসা রাখতে বলেছেন তিনি। পশ্চিমবঙ্গে গেরুয়াপার্টির যে ভবিষ্যত উজ্জ্বল তা ভোটের ফলাফলই প্রমাণ করছে। এমনটাই জানান তিনি। এছাড়া আরো বলেন,” বিজেপি গণতন্ত্রে বিশ্বাসী। আমরা তার মধ্যেই কাজ করতে চাই।” এই আদর্শের পথে চলতেই তাই হাজার অশান্তি এবং হিংসার পরও ৩৬৫ ধারা জারি করতে তিনি নারাজ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!