এবার অনুব্রত মন্ডলের চোখ খুবলে নেওয়ার হুমকি বিজেপি নেতার বিশেষ খবর রাজ্য November 20, 2017 তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল মুখ খোলা মানেই বিতর্ক। তিনি তাঁর নিজস্ব ঢঙে একের পর এক শাসানি দিয়ে যান বিরোধী থেকে পুলিশকে। আর তাঁর গত কয়েকদিনের শাসানি তো রীতিমত শোরগোল ফেলে দিয়েছে রাজ্য-রাজনীতিতে। এমনকি তাঁর দলের তরফে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন যে দল অনুব্রত মন্ডলের বক্তব্য অনুমোদন করে না। কিন্তু তারপরেও থামার কোনো লক্ষণ দেখাননি তিনি, আর তাই এবার বিরোধীদের সম্মিলিত বাক্যবানের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। আর এবার সেই অনুব্রতকে মন্ডলকেই পাল্টা হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, অনুব্রত মণ্ডলের চোখ রাঙানিকে এখন আর কেউ ভয় পায় না, ওঁর দিন শেষ হয়ে এসেছে। জয়বাবু আরো বলেন, অনুব্রতবাবু, এখন ২০১৪ বা ২০১৬ সাল নয়, আপনার সাম্রাজ্য এখন শেষের দিকে, ইচ্ছে থাকলেও আপনি কারও চোখ উপরে নিতে পারবেন না। আর অনুব্রত মন্ডলের ‘বিরোধীদের পাথরের চোখ লাগিয়ে দেওয়া’ প্রসঙ্গে জয়বাবু আরো একধাপ এগিয়ে মন্তব্য করেন, যদি কোনও বিজেপি কর্মীর চোখ কেউ উপরে নেয়, তাহলে আমরা অনুব্রতর চোখ খুবলে নিয়ে সেই কর্মীর চোখে লাগিয়ে দেবো। আপনার মতামত জানান -