এখন পড়ছেন
হোম > জাতীয় > “ইন্ডিয়া” দিয়ে বাজিমাত হবে না বিরোধীদের! ঘনিষ্ঠের মন্তব্যে চরম বিপাকে মমতা! মাইলেজ বিজেপির!

“ইন্ডিয়া” দিয়ে বাজিমাত হবে না বিরোধীদের! ঘনিষ্ঠের মন্তব্যে চরম বিপাকে মমতা! মাইলেজ বিজেপির!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপিকে ক্ষমতাচ্যুত করছে দেশে তৈরি হয়েছে বিরোধী জোট। যার নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া। যে জোটে রয়েছেন রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব থেকে শুরু করে লালুপ্রসাদ যাদব সকলেই। তবে ইন্ডিয়া নাম দিয়ে সিমপ্যাথি আদায় করার চেষ্টা করলেও তাতে যে কোনো লাভ হবে না, তা স্পষ্ট করে দিলেন বিশিষ্ট রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর। যিনি 2021 এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূলকে জয়ের মুখ দেখিয়েছেন। ফলে সেই রণকৌশলীর এই মন্তব্য যে তৃণমূল সহ অন্যান্য বিরোধী জোটে থাকা নেতা-নেত্রীদের চাপ অনেকটাই বাড়িয়ে দিল, তাতে নিশ্চিত একাংশ।

প্রসঙ্গত, এদিন এই বিরোধী জোট নিয়ে একটি মন্তব্য করেন প্রশান্ত কিশোর। তিনি বলেন, “নাম দিয়ে কিছু এসে যায় না। কেউ যদি ভাবে নাম দিয়ে বাজিমাত করবে, তাহলে তা সম্ভব নয়। কাজেই সবকিছু বিচার হয়।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে বিরোধী জোটকে প্রশান্ত কিশোর স্পষ্ট ভাষায় বার্তা দিতে চেয়েছেন যে, ইন্ডিয়া নাম দিয়ে তারা যদি ভাবে বিজেপিকে ক্ষমতাচ্যুত করবে, তাহলে তা সম্ভব নয়। এক্ষেত্রে সাধারণ মানুষের সঙ্গে জনসমর্থন করেই একমাত্র বাজিমাত সম্ভব বলে জানিয়ে দিয়েছেন তিনি।

এদিকে পরোক্ষভাবে নাম নিয়ে বিরোধী জোটকে প্রশান্ত কিশোর খোঁচা দেওয়ায় কিছুটা হলেও উজ্জীবিত বিজেপি। তাদের মতে, প্রশান্ত কিশোর একজন রাজনৈতিক স্ট্রাটেজিস্ট। তাই তার বক্তব্যের ব্যাপারে বিজেপির কিছু বলার নেই। কিন্তু ইন্ডিয়ার নাম দিয়ে বিরোধী জোট নিজেদের সবথেকে বড় দেশপ্রেমিক হিসেবে তুলে ধরতে চাইছে। কিন্তু এভাবে যে মানুষের সমর্থন পাওয়া যায় না, তা লোকসভা নির্বাচনে প্রমাণিত হবে। দেশে তৃতীয় বার আবারও বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি বলে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির।

পর্যবেক্ষকদের মতে, বিরোধী শিবির নিজেদের জোটের নাম ইন্ডিয়া দিয়ে কেন্দ্রকেও আক্রমণ করতে শুরু করেছে। বর্তমানে দেশের নাম ভারত করা নিয়ে একটা জল্পনা চলছে। সেই সময় বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে, বিরোধী জোট “ইন্ডিয়া” নাম দিয়েছে। তাই দেশের নাম পরিবর্তন করে বিজেপি পাল্টা রাজনীতি করতে চাইছে। তবে এই নাম পরিবর্তনের যে লড়াই এবং তা নিয়ে ভোট করার যে প্রতিযোগিতা চলছে, তা যে খুব একটা ফলপ্রসূ হবে না, তা প্রশান্ত কিশোরের বক্তব্য থেকে স্পষ্ট। বিশিষ্ট এই রাজনৈতিক রণনীতিকার বুঝিয়ে দিলেন, নাম দিয়ে কিছু আসে যায় না। কাজই শেষ কথা। তবে সেই কর্মপদ্ধতিতে বিরোধী জোট বাজিমাত করতে পারবে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!