এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলকে সমর্থনের কথা বলে পাহাড়ের তিন আসনের প্রার্থী ঘোষণা বিনয় তামাংয়ের, জেনে নিন

তৃণমূলকে সমর্থনের কথা বলে পাহাড়ের তিন আসনের প্রার্থী ঘোষণা বিনয় তামাংয়ের, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত 5 তারিখ তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের 291 টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেন। যেখানে পাহাড়ের তিনটি আসন গোর্খা জনমুক্তি মোর্চাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে তৃণমূল এবং গোর্খা জনমুক্তি মোর্চারা যে ঐক্যবদ্ধভাবে এবারের বিধানসভা নির্বাচনে লড়াই করবে, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল।

আর এরপর থেকেই পাহাড়ের তিন আসনে কারা প্রার্থী হবেন, তার দিকে নজর ছিল সকলের। অবশেষে আজ বিনয় তামাং পন্থী গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে পাহাড়ের তিন বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হল। সূত্রের খবর, আজ রবিবার দার্জিলিংয়ের মংপু খেলার মাঠ থেকে জনসভা করে তিন বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং।

যেখানে দার্জিলিং বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বিনয় পন্থী মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য কেশবরাজ পোখরালকে। অন্যদিকে কার্শিয়াং বিধানসভা কেন্দ্র থেকে শিরিং দাহাল এবং কালিম্পং বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে রুদেন লেপচাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বর্তমানে যখন তৃণমূলের ঘনিষ্ঠ হয়ে উঠেছেন দীর্ঘদিন ধরে পাহাড় রাজনীতি থেকে সরে থাকা বিনয় তামাংয়ের বিরোধী গোষ্ঠী বিমল গুরুং, তখন তিনি প্রার্থী না দিয়ে বিনয় তামাং একক ভাবে তিনটি কেন্দ্রের প্রার্থী দেওয়ায় বিড়ম্বনা তৈরি হতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই আশঙ্কাকে বাস্তবায়িত করে তিনটি কেন্দ্রের প্রার্থী দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন বিমল গুরুংপন্থী মোর্চা নেতৃত্ব। স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে জটিলতা।

তবে গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকেই যদি পৃথক পৃথকভাবে দুটি স্তরে প্রার্থী দেওয়া হয়, তাহলে তৃণমূলের পক্ষ থেকে কাকে সমর্থন করা হবে, এখন তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এক্ষেত্রে পাহাড় রাজনীতিতে তিনটি আসন নিয়ে সবথেকে বেশি সমস্যায় পড়তে হতে পারে ঘাসফুল শিবিরকে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা বিনয় তামাং গোষ্ঠীর পক্ষ থেকে আজ তিনটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

তবে বিমল গুরুংয়ের পক্ষ থেকেও যে পরবর্তীতে প্রার্থী ঘোষণা করে দেওয়া হবে, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। তাই এই পরিস্থিতিতে কোনো একটি প্রার্থীকে সমর্থন করতে হবে। সেদিক থেকে তৃণমূল বিনয় তামাং নাকি বিমল গুরুংয়ের গোষ্ঠীকে সমর্থন করবে, তা নিয়ে কার্যত দড়ি টানাটানি অব্যাহত। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়, পাহাড় রাজনীতিতে মোর্চার কোন গোষ্ঠী বেশি মাথা তুলে দাঁড়াতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!