এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের আগে ‘গোঁজ’ নিয়ে তীব্র গোষ্ঠীকোন্দল শাসকদলে, বোমায় প্রাণ গেল সংখ্যালঘু কর্মীর

পঞ্চায়েতের আগে ‘গোঁজ’ নিয়ে তীব্র গোষ্ঠীকোন্দল শাসকদলে, বোমায় প্রাণ গেল সংখ্যালঘু কর্মীর

পঞ্চায়েত নির্বাচনের অল্প কদিন আগে পূর্ব বর্ধমানের ভাতারে গোষ্ঠী দ্বন্দ্বের জেরে প্রান নাশ হলো এক তৃণমূল কংগ্রেস কর্মীর। বোমার আঘাতে মৃত্যু হয়েছে রমজান মোল্লা নামে ওই ব্যক্তির। স্থানীয় সূত্রে খবর অনুয়ারী শনিবার সকালে সাইকেলে রেশন তুলতে যাচ্ছিলেন রমজান মোল্লা। তখনই তাঁর ওপরে দুষ্কৃতিরা হামলা করে। অভিযোগ উঠেছে দুষ্কৃতিরা বিরোধী দলের অনুগামী বলে। এই হামলায় রমজানবাবুর বুকে বোমা লাগে ও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য ভাতারে প্রাক্তন বিধায়ক বনমালি হাজরার সঙ্গে তৃণমূল নেতা মানগোবিন্দ হালদারের বিরোধীতার সম্পর্ক বহুদিনের। এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস শান্তনা বেগমকে প্রার্থী মনোনীত করেছে, যিনি বনমালী হাজরার গোষ্ঠীর। অন্যদিকে মানগোবিন্দবাবুর শিবির থেকে গোঁজ প্রার্থী হিসাবে মনোনীত শামিমা বেগম।অভিযোগ মনোনয়নপত্র পেশের সময় থেকে বনমালী হাজরার গোষ্ঠীর লোকজন মানগোবিন্দ হালদারের গোষ্ঠীর সদস্যদের হুমকি দিয়ে আসছিলো। কিন্তু সেটাও যথেষ্ট ছিলোনা। তাই নির্বাচনের আগে এলাকার সন্ত্রাস তৈরী করতে এই খুন বলে বিরোধী শিবিরের লোকজন অভিযোগ করছেন । মৃত রমজান মোল্লা’র ছেলের অভিযোগের ভিত্তিতে শনিবার এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!