এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > খাতায় কলমেই বাড়ছে বিজেপি, এদিকে বুথে বসানোরও লোক নেই! দিল্লিতে জমা পড়ল বিস্ফোরক অভিযোগ

খাতায় কলমেই বাড়ছে বিজেপি, এদিকে বুথে বসানোরও লোক নেই! দিল্লিতে জমা পড়ল বিস্ফোরক অভিযোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট 2019 এর লোকসভা নির্বাচনের পর থেকেই বাংলার গেরুয়া শিবিরের নজর 2021 এর বিধানসভা নির্বাচনের দিকে। শুধু বাংলার বিজেপিই নয়, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বও এবার বাংলার দখল নিতে প্রস্তুত হচ্ছে বলে জানা যাচ্ছে। এই অবস্থায় রাজ্যের বিজেপি শিবিরের সাংগঠনিক পরিবর্তন বহু আগেই হয়ে গিয়েছিল। আর এবার প্রস্তুতি বৈঠক করতে বাংলা থেকে দিল্লি পাড়ি দেন গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতারা। আর সেখানেই মুকুল রায়কে নিয়ে তৈরি হয় রাজনৈতিক দ্বন্দ্ব।

সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার রাজ্য বিজেপির অন্দরে আরও এক বিজেপির হেভিওয়েট নেতা দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ আনলেন কেন্দ্রীয় নেতৃত্বের সামনে। আর তাই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোড়ন। জানা যাচ্ছে, এবার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং দলের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। তিনি দাবি করেছেন, যেভাবে দিলীপ ঘোষ এবং তাঁর অনুগামীরা বাংলার শাসকের আসন থেকে তৃণমূল শিবিরকে সরাবেন বলে ঠিক করেছেন, তা কার্যত অসম্ভব।

আর সে ক্ষেত্রে মুকুল রায়ের পরামর্শ আবশ্যক বলে দাবি অর্জুন সিংয়ের। তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি, অর্জুন সিং বরাবরই মুকুল অনুগামী বলেই পরিচিত। মুকুল রায়ের হাত ধরেই তাঁর গেরুয়া শিবিরে আনুষ্ঠানিক প্রবেশ। অর্জুন সিং এদিন গেরুয়া শিবিরের অন্দরে তাঁর পক্ষ স্পষ্ট করে দিলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে দেখা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং দিল্লিতে রুদ্ধদ্বার বৈঠকে এমনিতেই দিলীপ ঘোষ এবং সুব্রত চট্টোপাধ্যায় এর দিকে অভিযোগের আঙুল তোলেন। তার সাথেই এই সাংসদ দাবি করেন, জেলা স্তরের যে খবর বিজেপির হাইকমান্ডের কাছে পৌঁছাচ্ছে তা অর্ধসত্য। অন্যদিকে ব্যারাকপুর অঞ্চলের অন্য এক বিজেপি নেতা জানিয়েছেন, খাতায়-কলমে বিজেপির সদস্য সংখ্যা বাড়লেও কার্যক্ষেত্রে কিন্তু তাঁদেরকে দেখা যায়না। সেক্ষেত্রে বিজেপির মিসকলের দ্বারা সদস্যপদ গ্রহণ পরিকল্পনাটি ঢক্কানিনাদে পরিণত হবে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

অন্যদিকে ইতিমধ্যে বিজেপির অন্দরেই শোনা যাচ্ছে, বহু বিজেপি নেতা ইতিমধ্যে তৃণমূলের ফিরে আসার জন্য যোগাযোগ শুরু করেছেন। বিশেষজ্ঞদের মতে, এতদিন পর্যন্ত গেরুয়া শিবিরকে যথেষ্ট কড়া প্রতিযোগী ভাবা হয়েছিল। কিন্তু গেরুয়া শিবিরের অন্দরে যেভাবে দিনদিন গোষ্ঠী কোন্দল বেড়ে চলেছে, তা এখনই সামাল দিতে না পারলে ভবিষ্যতে কিন্তু গেরুয়া শিবির ক্রমশ আবার পিছিয়ে পড়বে বঙ্গ রাজনীতিতে। আপাতত, 2021 এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বাংলার গেরুয়া শিবিরের এই বিভাজন দূর করতে পারেন কিনা সেটাই দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!