এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অন্যায় করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের হলফনামা, দাবি মুকুলের

অন্যায় করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের হলফনামা, দাবি মুকুলের


আজ বিজেপির রাজ্য সদর দপ্তরে সাংবাদিক বৈঠকে একের পর এক বোমা ফাটালেন মুকুল রায়। এর আগে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একের পর এক অভিযোগ আনলেও, আজ সরাসরি অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে।

১. অলিপুদুয়ার আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মামলা করেছেন তাতে যে হলফনামা তিনি দিয়েছেন তাতে তিনি জানিয়েছেন, যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে করেছেন
২. হলফনামার কপিতে এই কথা লেখা আছে, সেখানে অভিষেক লিখেছেন নিজে কিছু করেননি
৩. হলফনামায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী, অন্যায় করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়
৪. জাগো বাংলার ট্রেড মার্ক তৃণমূলের নয়, অভিষেকের
৫. মা-মাটি-মানুষের ট্রেডমার্কও অভিষেকের নামে
৬. আমার বক্তব্যে সত্যতা ছিল
৭. তাই আমার বক্তব্যের পর ট্রেডমার্কের মালিকানার দাবি প্রত্যাহার হয়
৮. রাজ্য বিজেপির সবার ফোন ট্যাপ হচ্ছে, সব সাংবাদিকদের ফোন ট্যাপ হচ্ছে
৯. দিল্লি হাইকোর্টে এই নিয়ে মামলা করেছি
১০. সেখানে রাজ্য সরকারের হয়ে ৯ জন আইনজীবী মামলা লড়েন, তাদের মধ্যে একজন ফিস বিশাল
১১. বিচারপতি বলেন, ফোনে আড়ি পাতা হয় না এটা লিখিত দিন, রাজ্য সরকারের আইনজীবীরা পারেননি
১২. ভিডিও দেখাবো, যেখানে তৃণমূলের বিধায়কের ছেলে বলছে, আমার বাবা খুন করেছে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!