এবার মুখ্যমন্ত্রীর বেতন নিয়ে প্রশ্ন তুলে দিল বিরোধীরা বিশেষ খবর রাজ্য November 25, 2017 রাজ্যজুড়ে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের, তার সাথে এখন যুক্ত হয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের দীর্ঘসূত্রিতা। এর মাঝেই বিধানসভায় আইন পাশ করিয়ে মুখ্যমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিধায়ক সবারই বেতন বৃদ্ধি হয়েছে। আর তাই নিয়ে ক্ষোভ যেন আরো বেড়ে গেছে। আর সাধারণের এই ক্ষোভকে উস্কে দিতে আসরে বিরোধীরা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার কয়েকদিন ধরেই ভাইরাল, যেখানে লেখা, ২০১১ সালে বিদায়ী মুখ্যমন্ত্রীর মাসিক বেতন ছিল ৭০০০ টাকা আর ২০১৮ সালে মুখ্যমন্ত্রীর মাসিক বেতন ৮৮০০০ টাকা। আপনার বেতন এই ছয় বছরে কত বাড়ল? প্রসঙ্গত, মাননীয়া মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় নিজেই জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কোনো বেতন নেন না রাজ্য সরকারের কাছ থেকে। * পোস্টার সৌজন্যে সিপিআইএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ আপনার মতামত জানান -