এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আদালতে ধাক্কা! প্রাথমিক শিক্ষা পর্ষদকে নয়া নির্দেশ শিক্ষামন্ত্রীর!

আদালতে ধাক্কা! প্রাথমিক শিক্ষা পর্ষদকে নয়া নির্দেশ শিক্ষামন্ত্রীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আইনি জটিলতায় বারবার ধাক্কা খেতে হচ্ছে আদালতে। প্রাথমিক শিক্ষক নিয়োগে কিছুদিন আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্বাভাবিকভাবেই এই ব্যাপারে সমস্যা বেড়েছে রাজ্যের। আর এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে কোর্টে ভালো করে বোঝানোর জন্য বলা হয়েছে বলে জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অর্থাৎ আদালতে একের পর এক ধাক্কায় যে রাজ্য সরকার কিছুটা হলেও চাপে পড়েছে, তা শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়েই স্পষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে রাজ্যের প্রায় 16 হাজার শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করার পরেই তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে। যেখানে বেশ কয়েকজন চাকরিপ্রার্থী হাইকোর্টে মামলা দায়ের করে অভিযোগ করেন যে, রাতে মেসেজ পাঠিয়ে বা ফোন করে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে। এমনকি মেধাতালিকায় যথেষ্ট অনিয়ম রয়েছে বলে অভিযোগ করা হয়। আর এরপরই সোমবার এই ব্যাপারে আদালতের শুনানিতে প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিয়ে দেয় কলকাতা হাইকোর্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ব্যাপক অস্বস্তিতে পড়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এই পরিস্থিতিতে এদিন মুখ খোলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “এতে অনিয়ম হয়েছে বলে শুনিনি। প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলেছি, কোর্টকে ভালো করে বোঝান। তারা মনে করলে উচ্চ আদালতে যেতে পারে। আমরা দ্রুত নিয়োগ শেষ করতে চাই।” বিশেষজ্ঞরা বলছেন, আদালতে ভালো করে বোঝানোর কথা বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাধেই গুরু দায়িত্ব দেওয়ার চেষ্টা করলেন শিক্ষামন্ত্রী।

অর্থাৎ নির্বাচনের আগে যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায়, তার জন্য এখন রীতিমত তৎপর রাজ্য সরকার। আর সেই কারণেই মামলা হওয়ায় তারা যে যথেষ্ট চাপে, তা বলার অপেক্ষা রাখে না। আর তাই এখন প্রাথমিক শিক্ষা পর্ষদকে গোটা বিষয়টি দ্রুত সমাধানের জন্য নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এবার গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে। তবে পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই নির্দেশ দিলেও, শেষ পর্যন্ত গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!