এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূল যুব সভাপতির বাবাকে পিটিয়ে হত্যা করলেন তৃণমূল নেতা, উত্তেজনা মুর্শিদাবাদে

তৃণমূল যুব সভাপতির বাবাকে পিটিয়ে হত্যা করলেন তৃণমূল নেতা, উত্তেজনা মুর্শিদাবাদে

এবার শাসকদলের এক নেতার হামলায় শাসকদলের নেতার বাবার। সূত্রের খবর, বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার গোদাপাড়া এলাকায়। কিন্তু ঠিক কী এমন পরিস্থিতি হলো যার কারণে এক নেতার আঘাতে মৃত্যু হল অপর নেতার বাবার?

জানা গেছে, যুব তৃনমূলের পাঁচথুপি অঞ্চল কমিটির কার্যনির্বাহী সভাপতি জুয়েল শেখের বাবা বছর 55 জিয়ারুল সাহেব গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় স্থানীয় কয়েকজনের সাথে একটি জমির মালিকানা নিয়ে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় তার। আর এরপরই এই ঘটনাটি হাতাহাতির পর্যায়ে চলে যায় বলে খবর।

এমনকি সেই বছর 55 র জিয়ারূল সাহেবের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করেন পাঁচথুপি পঞ্চায়েতের সদস্য ইয়াসিন শেখ ওরফে বেল্টু এবং তার দলবলেরা বলে দাবি স্থানীয়দের। এদিকে লাঠির আঘাতে গুরুতর জখম এই জিয়ারুল সাহেবকে প্রথমে বড়ঞা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে পরে কান্দি মহকুমা হাসপাতাল ও সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে তাকে রেফার করা হয়।

আর এরপর সেই রাতেই মারা যান তিনি। এদিকে বাবার মৃত্যুতে শোকাহত তৃণমূল নেতা জুয়েল শেখ এই ঘটনায় মূল অভিযুক্ত ইয়াসিন শেখ ও আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে স্থানীয় থানায় চক্রান্ত করে খুনের জন্য একটি অভিযোগ দায়ের করেন। পাশাপাশি এই ঘটনায় সেই বৃহস্পতিবার রাতেই তৃণমূল নেতা ইয়াসিন শেখ এবং নুরসেলিম শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, শুক্রবার ধৃত দুইজনকে আদালতে তোলা হলে তাদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন কান্দি মহকুমা আদালতের বিচারক সুস্মিতা মুখোপাধ্যায়। এদিকে এই ঘটনায় মৃত সেই জিয়ারুল শেখের ছেলে তৃণমূল নেতা জুয়েল শেখ বলেন, “জমিতে জল দেওয়া নিয়ে এক সময় এই বেল্টুদের সাথে আমাদের ঝামেলা হয়েছিল। কিন্তু পরে তা মিটমাট হয়ে যায়। এদিন সন্ধ্যায় ফের এই জমির মালিকানা নিয়ে তারা বাবার সঙ্গে বচসা করার পাশাপাশি লাঠি দিয়ে মারধর করে।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে এই ঘটনায় স্থানীয়দের পক্ষ থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুন বলে দাবি করা হলেও তা পুরোপুরি অস্বীকার করেছেন বরঞা ব্লক যুব তৃণমূলের সভাপতি মাহে আলম। সব মিলিয়ে শাসকের হাতেই শাসক খুনে প্রবল উত্তেজনা মুর্শিদাবাদে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!