এখন পড়ছেন
হোম > Uncategorized > বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে এবার তাৎপর্যপূন্য পদক্ষেপ তৃণমূল সাংসদের

বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে এবার তাৎপর্যপূন্য পদক্ষেপ তৃণমূল সাংসদের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা সংক্রমণকালে দেশ জুড়ে গরিব কল্যাণ অন্য যোজনা নামের প্রকল্প গ্রহণ করা হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে। আগামী ৩০ সে নভেম্বর এই প্রকল্পের মেয়াদ শেষ হতে চলেছে। কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পান্ডে এ প্রসঙ্গে জানিয়েছেন, দেশের অর্থনীতি আবার একটু একটু করে ঘুরে দাড়াচ্ছে, খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি হচ্ছে, তাই এই প্রকল্পের মেয়াদ নতুন করে বৃদ্ধির কোন প্রস্তাব করা হয়নি। এরপর, একাধিক বিরোধী দলের পক্ষ থেকে খাদ্য প্রকল্পের মেয়াদ বৃদ্ধির দাবি জানানো হয়েছে।

এই অবস্থায় আজ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে খাদ্য প্রকল্পের মেয়াদ বৃদ্ধির দাবি জানালেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বিনামূল্যে রেশনের কর্মসূচি ৩০ সে নভেম্বর শেষ হয়ে যাবার কথা। কিন্তু দেশে এখনো করোনা পরিস্থিতি রয়েছে। কোন কোন জায়গায় করোনা আবার বাড়তে শুরু করেছে। এই অবস্থায় বিনামূল্যে রেশন আরো ছ’ মাস বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে তিনি আরজি জানাচ্ছেন। এর ফলে করোনাকালে যারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদের উপকার হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গতবছর করোনা সংক্রমণ কালে যখন দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হল, তখন থেকেই এই প্রকল্প চালু করা হয়। পরবর্তীতে এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে ৩০ সে নভেম্বর পর্যন্ত করা হয়েছিল। জানা গেছে ৮০ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। এবার এই প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে, এমন সম্ভাবনা যথেষ্টই রয়েছে। এই পরিস্থিতিতে একাধিক বিরোধী দলের পক্ষ থেকে কেন্দ্রের কাছে দাবি করা হয়েছে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশ থেকে করোনা অতিমারী এখনো বিদায় নেয়নি। কেন্দ্রের উচিত গরীব মানুষের জন্য এই প্রকল্পটি এখনো চালিয়ে যাওয়া। এ প্রসঙ্গে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানালেন, কেন্দ্রের এই সিদ্ধান্তটি সঠিক নয়। এখনো রেশন দেবার প্রয়োজন আছে। কেন্দ্রীয় সরকারের রেশন বন্ধ করে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। মজুত ভান্ডার থেকে কেন এখনো রেশন সরবরাহ করা হবে না? প্রশ্ন তুলেছেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!