এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “শিক্ষাগত যোগ্যতার অভাব রয়েছে” বিজেপি নেতাদের কড়া আক্রমণ খাদ্যমন্ত্রীর! জোর সোরগোল!

“শিক্ষাগত যোগ্যতার অভাব রয়েছে” বিজেপি নেতাদের কড়া আক্রমণ খাদ্যমন্ত্রীর! জোর সোরগোল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লকডাউন পরিস্থিতি শিথিল হওয়ার পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে আরও বেশি করে সরব হতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। সৌমিত্র খাঁ থেকে শুরু করে সায়ন্তন বসু, দিলীপ ঘোষ প্রত্যেকে বিভিন্ন জায়গায় সভা-সমিতির মধ্যে দিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েই চলেছেন। এক্ষেত্রে অনেক সময় কু মন্তব্য করতেও দেখা যাচ্ছে তাদের। যা নিঃসন্দেহে বিতর্ক সৃষ্টি করেছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিজেপির রাজ্য সভাপতি জানিয়ে দিয়েছিলেন, 2021 এ তারা যদি ক্ষমতায় আসেন, তাহলে যেমন বদল হবে, ঠিক তেমনই তারা বদলাও নেবেন। যা নিঃসন্দেহে বিতর্ক সৃষ্টি করে। আর বিজেপি নেতাদের পক্ষ থেকে যখন একের পর এক তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করা হচ্ছে, ঠিক তখনই এবার নাম না করে দিলীপ ঘোষ, সায়ন্তন বসুকে কটাক্ষ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। যেখানে বিজেপি নেতাদের যথেষ্ট শিক্ষাগত যোগ্যতার অভাব আছে বলে জানান তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, রবিবার উত্তর 24 পরগনার গোবরডাঙ্গায় তৃণমূলের দলীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। যেখানে প্রচুর বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আর সেখানেই দিলীপ ঘোষ, সায়ন্তন বসুর নাম না করে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “ওদের শিক্ষাগত যোগ্যতার যথেষ্ট অভাব আছে। ওদের সম্পর্কে বিশেষ কিছু বলব না। শুধু এটুকুই বলব, বাংলার সংস্কৃতিতে এসব চলে না। কোনো দায়িত্বশীল রাজনীতিবিদ এমন কথা বলতে পারে না। ওদের দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা করানো দরকার।”

অন্যদিকে আগামী 31 ডিসেম্বরের মধ্যে উত্তর 24 পরগনা জেলায় বিজেপির দখলে থাকা সমস্ত পঞ্চায়েত তৃণমূলের হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। বিশেষজ্ঞরা বলছেন, 2021 এর বিধানসভা নির্বাচন আসতে এখনও অনেকটা দেরি হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেভাবে সেই নির্বাচনকে কেন্দ্র করে শাসক-বিরোধী নেতাদের তীব্র বাদানুবাদ লক্ষ্য করা যাচ্ছে, তাতে ক্রমশ উত্তেজনা ছড়াচ্ছে। দিলীপ ঘোষ, সায়ন্তন বসুর মন্তব্যের পাল্টা মন্তব্য করতে গিয়ে যেভাবে তাদের শিক্ষাগত যোগ্যতার অভাব আছে বলে দাবি করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী, তাতে রাজনৈতিক তরজা আরও বাড়বে বলেই দাবি বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!