এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > হিন্দুত্ব নিয়ে বিজেপিকে করাঘাত করতেই রাহুলকে একেবারে মুখের উপর জবাব যোগীর,অস্বস্তিতে কংগ্রেস

হিন্দুত্ব নিয়ে বিজেপিকে করাঘাত করতেই রাহুলকে একেবারে মুখের উপর জবাব যোগীর,অস্বস্তিতে কংগ্রেস


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি বছর রয়েছে উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন। উত্তরপ্রদেশ সম্প্রতি বিজেপির দখলে থাকলেও আগামী বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশ পুনরুদ্ধার করতে সচেষ্ট একদিকে যেমন কংগ্রেস, অন্যদিকে তেমনি সমাজবাদী পার্টি, অন্যান্য বিরোধী দলও উত্তরপ্রদেশের ভোট নিয়ে যথেষ্ট তৎপর। এই পরিস্থিতিতে হিন্দুত্বের ইস্যু নিয়ে বিজেপিকে একের পর এক কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। এবার তার পাল্টা জবাব দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কংগ্রেসের একসময়ের গড় আমেঠিতে দাঁড়িয়ে দিলেন মুখের ওপর জবাব।

আমেঠি এক সময় কংগ্রেসের শক্তিশালী গড় বলে পরিচিত ছিল। বেশ কয়েকবার রাহুল গান্ধী এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। যদিও ২০১৯ সালে বিজেপি নেত্রী স্মৃতি ইরানির কাছে সম্পূর্ণ পরাজিত হন রাহুল গান্ধী। গড় আমেঠিতেই কার্যত মুখথুবড়ে কংগ্রেস। তবে, সম্প্রতি উত্তরপ্রদেশ পুনর্দখলে যথেষ্ট আত্মবিশ্বাসী কংগ্রেস। ভোটের প্রচারে একের পর এক কটাক্ষ করেছিলেন বিজেপিকে হিন্দুত্ববাদ নিয়ে। এবার তার পাল্টা জবাব দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আমেঠির এক সভা থেকে যোগী আদিত্যনাথ জানালেন, আমেঠির প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী মন্দিরে বসতে জানেন না। যে মন্দিরে তিনি গিয়েছিলেন সেখানকার পুরোহিত তাকে বসতে শিখিয়ে দিয়েছিলেন। হিন্দুত্ব নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে তিনি কিছুই জানেন না। শুধু মিথ্যা প্রচার করে চলেছেন।

তিনি আরো জানান, যারা সব সময় বিভাজনের রাজনীতি করে এসেছেন, যাদের রক্তে বিভাজন, যাদের পূর্বপুরুষেরা বলতেন তাঁরা ভূলবশতঃ হিন্দু। তারা নিজেদেরকে হিন্দু বলতে পারেন না। নিজের কোন কিছুই তিনি লুকোতে চান না। যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না, তখনও তিনি একথা বলেছেন, এখনও বলছেন, আবার ভবিষ্যতেও বলবেন। সকলের উচিত গর্ব সহকারে নিজেদেরকে হিন্দু বলা। রাহুল গান্ধীকে সরাসরি অ্যাক্সিডেন্টাল হিন্দু বলে প্রবল কটাক্ষ করলেন যোগী আদিত্যনাথ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!