এখন পড়ছেন
হোম > রাজ্য > সব জল্পনা উড়িয়ে এবার শুভেন্দু-র হাত ধরে তৃণমূলে যোগ দিচ্ছেন আবু তাহের খান

সব জল্পনা উড়িয়ে এবার শুভেন্দু-র হাত ধরে তৃণমূলে যোগ দিচ্ছেন আবু তাহের খান


জল্পনা অনেক দিন ধরেই চলছিল যে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি আবু তাহের খান তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। কিন্তু এই নিয়ে পরিষ্কার করে মুখ খোলেন নি কেউই। এদিন একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি আবু তাহের খান তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। ইফতার পার্টিতে গরহাজির ছিলেন তিনি তারপরেই আরো জল্পনা জোরদার হয়েছিল। কিন্তু গতকাল নাকি নিজের এলাকায় অনুগামীদের নিয়ে একটি বৈঠক করে নওদার কংগ্রেস বিধায়ক দাবি করেছেন যে তিনি অতৃণমূলে,যাচ্ছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অবশ্য শুধু তিনিই নন তাঁর সাথে মুর্শিদাবাদের একাধিক কংগ্রেস বিধায়কও তৃণমূলে যোগ দিচ্ছেন বলে দাবি ওই সংবাদমাধ্যমের। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আবু তাহের খান আরও দাবি করেছেন, তৃণমূলে যোগ দেওয়ার পর তিনিই জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হচ্ছেন। দলবদলের বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই তৃণমূলের রাজ্যস্তরের নেতাদের সঙ্গে তাঁর কথা চলছিল।
প্রসঙ্গত,মুর্শিদাবাদে অধীর-গড় যে বিধায়ক শূন্য করবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এছাড়া কিছুদিন আগেই ফরাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হক জানিয়েছে, দলের কর্মী ও সমর্থকদের নিয়ে বৈঠক করে তাঁদের মতামত নিয়েই তিনি দল বদলের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ওই পোর্টালের খবর থেকে জানা গেছে যে আগামী ২ জুলাই আবু তাহের সহ কংগ্রেসের একাধিক বিধায়ক বহরমপুরে শুভেন্দু অধিকারীর হাত থেকে তৃণমূলের পতাকা নেবেন।

যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!