এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুকুলের হাত ধরে প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ দাপুটে নেতা বিজেপিতে

মুকুলের হাত ধরে প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ দাপুটে নেতা বিজেপিতে

নিজের দেওয়া কথা রাখতে শুরু করলেন বিজেপি নেতা মুকুল রায়। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই মুকুলবাবু ঘোষণা করেছিলেন এবার বড়সড় ভাঙ্গন ধরতে চলেছে রাজ্যের শাসকদলে। এই মুহূর্তে কোনো বিধায়ক বা সাংসদ না এলেও আসবেন অনেক ‘বসে যাওয়া’ নেতা কর্মীই। আর মুকুলবাবুর দাবীকে সত্যতা দিয়ে দলে বঞ্চনার অভিযোগ করে দল ছাড়লেন ডেবরার প্রাক্তন তৃণমূল বিধায়ক ও মুকুল রায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাধাকান্ত মাইতি। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল নেতা শিবু পানিগ্রাহীও।
যদিও এই দুই নেতা দল ছাড়ার পরই তাঁদের নামে একগুচ্ছ অভিযযোগ এনেছেন পশ্চিম মেদিনীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা নির্মল ঘোষ। নির্মলবাবুর দাবী, সিভিক ভলান্টিয়ার নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ, বিনা টেন্ডারে সরকারি জমির গাছ বিক্রিসহ একাধিক বিষয়ে এঁদের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে। এমনকি এই নিয়ে সিআইডি তদন্তের দাবিও করেছেন নির্মলবাবু। প্রত্যুত্তরে রাধাকান্ত মাইতির বক্তব্য, দলে থাকলে কি দুর্নীতি করলেও মাফ হয়ে যায়, আমার বিরুদ্ধে এতো অভিযোগ থাকলে এতদিন মুখ খোলেনি কেন কেউ। আসলে দল ছাড়ার পরেই শুরু হয়েছে ব্যক্তি আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ দেখে তৃণমূলে গিয়েছিলেন, তা আর সেখানে নেই বলেই দাবি করেছেন তিনি। ভবিষ্যতে পশ্চিম মেদিনীপুর জেলার আরও অনেক তৃণমূল নেতাই দল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলের ধারণা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!