এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরায় পরাজয়ের বাস্তবতা এখনো মেনে নিতে পারছে না বামনেতৃত্ত্ব

ত্রিপুরায় পরাজয়ের বাস্তবতা এখনো মেনে নিতে পারছে না বামনেতৃত্ত্ব

শুধু রাজ্যেই নয় দেশেও বড় সংকটে রয়েছে সিপিআইএম। এ রাজ্যে আগেই ক্ষমতা হারিয়েছে সিপিআইএম তৃণমূল এর কাছে। আর ত্রিপুরাতে ও সদ্য বিজেপি সিপিআইএমকে হারিয়েছে। আর ত্রিপুরায় পরাজয়ের বাস্তবতা এখনো মেনে নিতে পারছে না বামনেতৃত্ত্ব।এদিকে “নো ওয়ান থেকে নম্বর ওয়ান হয়েই থামবে না বিজেপি। কেরল, কর্ণাটক, ওড়িশা আর বাংলা জিতেই থামবে এই অশ্বমেধ।” হুঁশিয়ারি সূচক বাক্য ব্যয় করে এমনটাই জানিয়েছেন বিজেপি সভাপতি। বামদল টের পাওয়ার আগেই তাদের পায়ের তোলার শক্ত মাটি কেড়ে নিয়ে ত্রিপুরার সিংহাসনে বসলো ৪৯ বছরের বিপ্লব। আক্ষেপের সুরে এদিন এক সাক্ষাৎকারে   ত্রিপুরার চার বারের মুখ্যমন্ত্রী তথা বাম বর্ষীয়ান নেতা জানালেন, “একেবারেই অপ্রত্যাশিত (এবারের ফলাফল)। আমরা এই ফলের জন্য প্রস্তুত ছিলাম না। সম্পূর্ণ ফলাফল হাতে না পেয়ে বিচার করা ঠিক হবে না। আমরা অপেক্ষা করছি, সম্পূর্ণ তথ্য হাতে পেলেই হার নিয়ে পর্যালোচনা করব।” এদিন বিজেপির বিরুদ্ধে  অভিযোগ করে সিপিএম সম্পাদক সীতারাম ইয়েচুরি জানালেন,”বিজেপি টাকার জোরে ভোট জিতেছে” জানা গেছে এদিন ইয়েচুরির বিরোধী মানিক সরকারও একই অভিযোগ হানে বিজেপির বিরুদ্ধে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার এই জয়কে ঐতিহাসিক জয় হিসাবে দেখছেন বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!