এখন পড়ছেন
হোম > রাজনীতি > মমতা পুলিশের বিরুদ্ধে কড়া অ্যাকশন, বিরাট সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল! তোলপাড় রাজ্য!

মমতা পুলিশের বিরুদ্ধে কড়া অ্যাকশন, বিরাট সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল! তোলপাড় রাজ্য!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বিরোধীদের। কিন্তু সবথেকে বড় এবং মারাত্মক অভিযোগ যা, সেটা হল, পুলিশ কেন্দ্রিক অভিযোগ। রাজ্যের প্রশাসনকে সম্পূর্ণরূপে নিজেদের জন্য ব্যবহার করতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ বিরোধীদের দীর্ঘদিনের। আর এবার একেবারে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের আবাসিকের সামনে আড়ি পাতার অভিযোগ উঠলো রাজ্য পুলিশের বিরুদ্ধে। কি করে এত বড় সাহস হলো রাজ্য প্রশাসনের? তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এদিকে এই ঘটনার পরেই রাজভবনের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে নেওয়া হয়েছে বড় পদক্ষেপ।

প্রসঙ্গত, এদিন রাজভবনে বেশ কিছু পুলিশ রাজ্যপালের ঘরের বাইরে আড়ি পাতে বলে খবর। তাদের প্রথমে চলে যেতে বলা হলেও, তারা আবার ফিরে আসে। যে ঘটনা রীতিমতো সন্দেহজনক হয়ে দাঁড়ায় রাজভবনের আধিকারিকদের কাছে। আর তারপরেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয় রাজভবন। জানা গিয়েছে, এবার থেকে রাজ্যপালের নিরাপত্তা এবং আবাসিক চত্বরে থাকবে কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ এতদিন রাজ্য পুলিশের ওপর বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষ যে ভরসা হারিয়ে ফেলেছিল, এবার সেই ভরসা হারিয়ে ফেললেন স্বয়ং রাজ্যপালও।

বিরোধীদের দাবি, এই রাজ্যের প্রশাসনের মেরুদন্ড সম্পূর্ণ রূপে ভেঙ্গে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে বিরোধীদের কেস দেওয়ার ক্ষেত্রে, নিপীড়ন করার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আর এবার রাজ্যপালের ক্ষেত্রেও তার ভেতরের খবর নিতে প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছে এই সরকার। যা হাতেনাতে ধরে ফেলেছে রাজভবন। তাই এবার রাজ্যপালের পক্ষ থেকেও কড়া সিদ্ধান্ত নিয়ে রাজ্যের মুখে কার্যত ঝামা ঘষে দেওয়া হয়েছে। কিন্তু এরপরেও যদি রাজ্য সরকারের লজ্জা না হয়, যদি প্রশাসনকে নিরপেক্ষ করাতে তারা সচেষ্ট না হয়, তাহলে তা রাজ্যের মানুষের দুর্ভাগ্য বলেই কটাক্ষ বিরোধী শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশকে ব্যবহার করতে করতে নিজের কত বড় ক্ষতি করছেন, তা হয়তো তিনি নিজেও জানেন না। সম্পূর্ণরূপে প্রশাসন নির্ভর হয়ে একটি রাজনৈতিক দল কখনই চলতে পারে না। বিরোধীদের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, এই সরকারের কাছ থেকে পুলিশ সরিয়ে নিলে তারা আর এক মুহুর্ত টিকে থাকতে পারবে না। আর এবার রাজভবনেও যেভাবে আড়ি পাতার অভিযোগ উঠল রাজ্য পুলিশের বিরুদ্ধে, তা অত্যন্ত মারাত্মক। জানা গিয়েছে, রাজ্যপাল ইতিমধ্যেই গোটা বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নজরে এনেছেন। তাই এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে টাইট দিতে রাজ্যপাল যদি সেই পুলিশ নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নেন, তাহলে জেরবার হয়ে যেতে পারে নবান্ন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!