এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > চিটফান্ড কান্ডে চাপ বাড়তেই বিজেপি নেতাকে তলব পুলিশের,জোর চাপানউতোর রাজ্যে

চিটফান্ড কান্ডে চাপ বাড়তেই বিজেপি নেতাকে তলব পুলিশের,জোর চাপানউতোর রাজ্যে


লোকসভা ভোটের আগে কেন্দ্র-রাজ্যের সংঘাতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল। চিটফান্ড কান্ডে একদিকে যেমন কেন্দ্র আঙুল তুলছে রাজ্যের শাসকদলের দিকে,ঠিক তেমনি এর পাল্টা দিতে এলপিজি কেলেঙ্কারিতে ফের জেরা করা হল বিজেপি নেতাকে। এবার সুব্রত চট্টোপাধ্যায়কে তলব করল লালবাজারের গোয়েন্দারা।

এর আগেও দফায় দফায় তাকে এই ইস্যুতে জেরা করেছে জোড়াসাঁকো থানার পুলিশ। এদিন ফের তাকে জিজ্ঞাসাবাদের জন্যে জোড়াসাঁকো থানায় ডেকে পাঠানো হয়। তারপর তাকে নিয়ে যাওয়া হয় লালবাজার থানায়। সেখানে তাকে জেরা করেন সিআইডি কর্তারা।

আগামীতেও তাকে এ ব্যাপারে ফের সিআইডি দপ্তরে ডাকা হতে পারে বলে জানা গিয়েছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় পুলিশকে জানিয়েছেন,উজ্জ্বলা গ্যাস যোজনায় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিল দলেরই এক প্রাক্তন নেতা। এই বিষয়টি পরে তিনি জানতে পারেন। তবে এই দুর্নীতিকান্ডে তিনি কোনোভাবেই যুক্ত নন বলে ফের জানালেন এদিন।

প্রসঙ্গত,রাজ্য বিজেপির প্রতিনিধি হিসাবে কেন্দ্রীয় সরকারের প্রকল্প উজ্জ্বলা যোজনায় গ্যাসের ডিলারশিপ পাইয়ে দেওয়ার দায়িত্ব ছিল রঞ্জিত মজুমদারের কাঁধে। আর এই কাজ করতে গিয়েই তিনি উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া,হুগলির বিজেপি কর্মী এবং সাধারণ গ্রামবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন তিনি,এমনটাই অভিযোগ। সাধারণ মানুষ ডিলারশিপের জন্য টাকা দিয়েও পরবর্তী সময়ে গ্যাস পাননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরজের বিক্ষুব্ধরা ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করে দলের রাজ্য দপ্তরে। সেই অভিযোগ অনুযায়ী একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। পরে সেই তদন্ত কমিটি রঞ্জিতবাবুকে দায়িত্ব থেকে সরিয়ে দেন। এই একই ইস্যুতে লালবাজারেও অভিযোগ দায়ের করেন প্রতারিতরা। এরপর গতবছর সেপ্টেম্বর মাসে তাকে লালবাজার পুলিশের তরফ থেকে জেরা করা হয়। তারপরই গ্রেফতার হন রঞ্জিত মজুমদার।

তবে গ্রেফতার হওয়ার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দলীয় একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। নিজেকে নির্দোষ ব্যাখ্যা করে দলের বহু শীর্ষনেতারা এই কেলেঙ্কারিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সেটাই উল্লেখ করেন তিনি। সেই নেতাদের মধ্যে নাম রয়েছে বঙ্গ বিজেপির সাংগঠনিক সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের।

এলপিজি দুর্নীতি কান্ডে বিজেপির এই শীর্ষনেতাকে বারবার সিআইডির তরফ থেকে তলব করার জেরে লোকসভা ভোটের মুখে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রয়েছে গেরুয়াশিবির। কেন্দ্র এবং রাজ্যসরকার যেভাবে পরস্পরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়িতে মেতেছে,তাতে আরো বেশ কিছু দুর্নীতিকান্ডের পর্দাফাঁস হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!