এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > চন্দ্রিমার গড়ে মিমের সভা, শেষ হইয়াও হইলো না শেষ অসউদ্দিনের দল, চাপ বাড়ছে শাসকদলের!

চন্দ্রিমার গড়ে মিমের সভা, শেষ হইয়াও হইলো না শেষ অসউদ্দিনের দল, চাপ বাড়ছে শাসকদলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিহারের বিধানসভা নির্বাচনে কুড়িটি আসনে প্রার্থী দিয়ে পাঁচটি আসনে জয়লাভ করার পর আসাদউদ্দিন ওইয়েসির দল, মজলিশ-ই ইত্তেহাদুল-মুসলিম বা মিম পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবার পরিকল্পনা করেছে। রাজ্যের একাধিক সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে নজর পড়েছে মিমের। এই জেলাগুলির মধ্যে একটি হলো উত্তর দিনাজপুর জেলা। আবার, উত্তর দিনাজপুর জেলায় রাজ্যের শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানির গড়ে গতকাল সভা করেছে মিম।

মিমের কর্মকর্তারা জানিয়েছেন যে, গতকাল বিপ্রীতে আয়োজিত মিমের সভায় তৃণমূলের বহু সদস্য তৃণমূল ছেড়ে যোগদান করেছেন মিমে। এদিকে আজ রবিবার রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল সেলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গোয়ালপোখরে সভা করতে আসছেন। এর একদিন আগে তৃণমূল থেকে বেশকিছু সদস্য মিমে যোগ দেওয়ায় প্রশ্নের মুখে পড়ে গেল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই মন্ত্রী গোলাম রব্বানির দুই ভাই বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়ে ছিলেন।

গত মাসের শেষ সপ্তাহে ইসলামপুরে কেন্দ্রীয় বিজেপি নেতা অরবিন্দ মেনন ও কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে রাজ্যের শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানির দুইভাই গোলাম সরবর ও গোলাম হায়দার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। এই ঘটনা নিয়ে গোলাম রব্বানিকে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। তবে, জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, গোলাম রব্বানির দুইভাই তৃণমূল দলের কোন পদে অধিষ্ঠিত ছিলেন না। তাই তারা বিজেপিতে যোগদান করায় তৃণমূলের কোন ক্ষতি হবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে সংখ্যালঘু অধ্যুষিত উত্তর দিনাজপুর জেলায় মিমের বিশেষ নজর পড়েছে। এই জেলায় মিম ছোট ছোট সভা করে, সংগঠন তৈরির কাজে লেগে পরেছে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি, চাকুলিয়া, গোয়ালপোখর এবং ইসলামপুরের মধ্যে চাকুলিয়া রয়েছে ফরওয়ার্ড ব্লকের হাতে। আবার ইসলামপুর মহকুমাতে বহু উর্দু ভাষাভাষী মানুষের বসবাস। কিন্তু উর্দু কলেজ এখানে এখনো তৈরি করা হয়নি। উর্দু কলেজ সহ সংখ্যালঘুদের বিভিন্ন দাবি নিয়ে প্রচার করতে শুরু করে দিয়েছে এআইএমআইএম।

তবে মিমকে গুরুত্ব দিতে একেবারেই নারাজ মন্ত্রী গোলাম রব্বানি। তিনি জানিয়েছেন যে, গতকাল তৃণমূল থেকে কেউ মিমে যোগ দেননি। সবটাই অপপ্রচার। কিন্তু হেভিওয়েট মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সভার আগেই সেখানে মিমের সভাকে কেন্দ্র করে অস্বস্তি বাড়ছে শাসক দলের। আগামী বিধানসভা নির্বাচনে এই জেলা থেকে মিম প্রার্থী দেবে বলে জানিয়েছেন জেলার মিম নেতা আয়ুব আলি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, এই জেলার ১০ টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের শীর্ষ নেতৃত্ব।

শাসক দল তৃণমূলের বিরুদ্ধে মিম নেতা আয়ুব আলি অভিযোগ করেছেন, ‘‘ তৃণমূল আমাদের নানা ভাবে হুমকি দিচ্ছে। তবে আমরা থেমে নেই। বুথস্তরে সংগঠনের কাজ চলছে। খুব শীঘ্রই সংখ্যালঘুদের বঞ্চনা ও পঞ্চায়েতে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামা হবে। ’’ তবে ,আসাদউদ্দিন ওইয়েসির দল, মজলিশ-ই ইত্তেহাদুল-মুসলিম বা মিমকে গুরুত্ব দিতে একেবারেই নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল। মন্ত্রী গোলাম রব্বানি জানিয়েছেন যে, এআইএমআইএম বিজেপির বি-টিম হয়েই কাজ করছে। পশ্চিমবঙ্গে কোন সাম্প্রদায়িক দলের স্থান নেই। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানালেন যে, কোন প্রভাব ফেলতে সক্ষম হবে না মিম। কিন্তু মিমকে নিয়ে তৃণমূলের অস্বস্তি কিছুতেই যেন চাপা থাকছে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!