এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > আদালতের নির্দেশে এবার বড়োসড়ো স্বস্তি মিললো কংগ্রেসের এই শীর্ষ স্থানীয় হেভিওয়েটের

আদালতের নির্দেশে এবার বড়োসড়ো স্বস্তি মিললো কংগ্রেসের এই শীর্ষ স্থানীয় হেভিওয়েটের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আদালতের নির্দেশে আজ বড়সড় স্বস্তি পেলেন কংগ্রেস নেতা শশী থারুর। তাঁর বিরুদ্ধে কয়েক বছর ধরে মামলা চলছিল। গত ২০১৪ সালের ৭ ই জানুয়ারি দিল্লির এক হোটেলের একটি ঘর থেকে তার স্ত্রী সুনন্দা পুষ্করের মৃতদেহ পাওয়া গিয়েছিল। এরপর থেকেই শশী থারুরের বিরুদ্ধে একাধিক অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল দিল্লি পুলিশ। আজ দিল্লির এক আদালতে তাঁর বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগ খারিজ করে নেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

২০১০ সালে বিয়ে করেছিলেন শশী থারুর ও সুনন্দা পুষ্কর। এরপর ২০১৪ সালের হঠাৎ মৃত্যু হয় সুনন্দা পুষ্করের। দিল্লির এক হোটেল থেকে উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ। ময়নাতদন্তের রিপোর্টে তাঁর শরীরে মাদক পাওয়া গিয়েছিল বলে, জানা যায়। এরপর শশী থারুরের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র আদালতে করে আদালতে মামলা করে দিল্লি পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ ধারা, ৩০৬ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগ করা হয়, বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে সুনন্দা পুষ্করকে। তবে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন শশী থারুর। প্রথম থেকেই তিনি বলে আসছিলেন যে, তাঁকে ফাঁসিয়ে দেয়া হয়েছে।

এরপর আজ, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে নিয়েছে আদালত। এ প্রসঙ্গে তিনি জানালেন, আদালতের প্রতি কৃতজ্ঞ তিনি। সাড়ে সাত বছর ধরে ব্যাপক নির্যাতন চলেছে। আদালতের এই রায়ের তিনি প্রশংসা করছেন। তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রী সুনন্দা পুষ্করের মর্মান্তিক মৃত্যুর পর যে অভিশপ্ত সময় তাকে ঘিরে ধরেছিল, এবার তার সমাপ্তি হয়েছে। তাঁর অভিযোগ, কোনরকম প্রমাণ ছাড়াই তার ওপরে একের পর এক অভিযোগ আনা হয়েছিল। তবে আইনের ওপর তার আস্থা ছিল। তিনি জানালেন, শেষ পর্যন্ত আজ তাঁর পরিবার তাঁর স্ত্রীর মৃত্যুশোকে শামিল হতে পেরেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!