এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতাকে হারানোই কাল হল শুভেন্দুর, নিজের মুখেই জানালেন সে কথা! জেনে নিন কারণ!

মমতাকে হারানোই কাল হল শুভেন্দুর, নিজের মুখেই জানালেন সে কথা! জেনে নিন কারণ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যুক্ত হওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মামলা করার প্রক্রিয়া শুরু হয়। যে ঘটনায় শুভেন্দুবাবু অভিযোগ তুলেছিলেন, রাজনৈতিকভাবে তাকে চাপে রাখতেই এই ধরনের কাজ করছে তৃণমূল কংগ্রেস। তবে এবার তার বিরুদ্ধে দায়ের হওয়া কলকাতা সহ রাজ্যের পাঁচটি থানায় এফআইআর হয়েছিল। যার ফলে ব্যাপক স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী। যেখানে হাইকোর্টের পক্ষ থেকে তিনটি মামলার ক্ষেত্রে বেঞ্চের রায় বহাল রাখা হয়েছে। আর হাইকোর্টের পক্ষ থেকে স্বস্তি পাওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোই তার একমাত্র অপরাধ বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার কারণেই তার বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ হয়ে এই সমস্ত এফআইআর দায়ের করা হয়েছে বলে বুঝিয়ে দিতে চাইলেন রাজ্যের বিরোধী দলনেতা।

 

সূত্রের খবর, এদিন হাইকোর্টের পক্ষ থেকে স্বস্তিতে তৃণমূলের চাপ বাড়িয়ে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারানোর জন্য প্রতিহিংসাপরায়ণ হয়ে তার আক্রোশকে জাগ্রত করে মমতা বন্দ্যোপাধ্যায় এক এবং একাধিক মামলা করেছিলেন। আমি সিঙ্গল বেঞ্চে প্রোটেকশন পেয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারকে লাগিয়ে দিয়েছিলেন। বাংলার মেয়ে দিল্লি থেকে আইনজীবী নিয়ে এসেছিলেন। কোটি কোটি টাকা কোষাগার থেকে খরচ করেছিলেন। সেই টাকা খরচ করে তিনি পিটিশন বেঞ্চে গিয়েছিলেন। আমি আইন ব্যবস্থার উপর কৃতজ্ঞ ছিলাম। আজকের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেছে। রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়েছে। বিরোধী দল থাকবে না, বিরোধী দলনেতা থাকবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ লড়তে পারবে না। আমার একমাত্র অপরাধ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে আমি হারিয়েছি। আর তো কোনো অপরাধ ছিল না।”

 

বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যের বিরোধী দলনেতা এই কথা বলে বুঝিয়ে দিতে চাইলেন যে, প্রতিহিংসাপরায়ণ হয়েই তার বিরুদ্ধে এই রকম কাজ করেছেন রাজ্যের শাসক দল। তবে শেষ পর্যন্ত যে আদালত তাকে স্বস্তি দিয়েছে, তা পরিষ্কার। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!